promotional_ad

অ্যান্ডারসন নয় ইশান্তের চোখে জহির খানই সেরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাদা পোশাকের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন জেমস অ্যান্ডারসন। ৪১ বছর বয়সেও ইংল্যান্ডের বোলিং আক্রমণের মূল ভরসা ধরা হয় তাকে। ইতিহাসের একমাত্র পেসার হিসেবে তার নামের পাশে রয়েছে ৬০০ এর বেশি উইকেট।


আর মাত্র ১৪টি উইকেট পেলে তিনিই হবে ৭০০ উইকেট নেয়া একমাত্র পেসার। এমন রেকর্ডের পরও তাকে জহির খানের চেয়ে পিছিয়ে রাখছেন আরেক ভারতীয় পেসার ইশান্ত শর্মা। তিনি মনে করেন ভারতের কন্ডিশনে খেললে লাল বলে এতটা সফল হতে পারতেন না অ্যান্ডারসন।


promotional_ad

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইশান্ত বলেছেন, 'জিমি অ্যান্ডারসনের বোলিং ধরন এবং পদ্ধতি একেবারেই আলাদা। সে ইংল্যান্ডের বিভিন্ন কন্ডিশনে খেলে। কিন্ত সে যদি ভারতে খেলত... তাহলে জ্যাক (জহির খান) অ্যান্ডারসনের চেয়ে ভালো।'


পরিসংখ্যানে চোখ বুলালে দেখা যাবে উপমহাদেশের উইকেটেও সমান কার্যকরী ছিলেন অ্যান্ডারসন। উপমহাদেশের মাটিতে ৭০ ইনিংসে ৯১ উইকেট নিয়েছেন তিনি। যার মধ্যে দুটি পাঁচ উইকেটও রয়েছে। তবে ভারতের মাটিতে কিছুটা নিষ্প্রভ ছিলেন তিনি।


দেশটিতে ১৩ টি টেস্ট খেলেছেন, যেখানে ২৯.৩২ গড়ে ৩৪টি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। তিন ফরম্যাট মিলিয়ে ৩৯ ইনিংসে তার নামের পাশে রয়েছে ৫০ উইকেট। তবে ভারতে কখনই পাঁচ উইকেট নিতে পারেননি এই ইংলিশ পেসার। এটা অ্যান্ডারসনের সমৃদ্ধ ক্যারিয়ারের আক্ষেপ হয়েই থাকতে পারে।


ইশান্ত কথা বলেছেন ভারতের বর্তমান পেস বোলিং আক্রমণ নিয়েও। তিনি ভারতের তিন ভবিষ্যৎ তারকা পেসারের নাম জানিয়েছেন। তিনি মনে করেন উমরান মালিক, আর্শদীপ সিং ও মুকেশ কুমারই ভারতের ভবিষ্যৎ। এ প্রসঙ্গে ইশান্ত বলেন, 'যদি উমরানকে নিয়ে সঠিকভাবে কাজ করা হয় তাহলে সে দেশের হয়ে লম্বা সময় পারফরম্যান্স করার সামর্থ্য রাখে। আমি দ্বিতীয়তে রাখব আর্শদীপ সিংকে। আর তৃতীয়তে মুকেশ কুমার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball