হেরেও শাস্তি পেল ওয়েস্ট ইন্ডিজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের কাছে লড়াই করে হারল বাংলাদেশ
১৭ এপ্রিল ২৫
বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৫ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এই হারের পর আরেকটি দুঃসংবাদ পেয়েছে ক্যারিবীয় দলটি। তাদের প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফি'র ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে।
মূলত স্লো ওভার রেটের কারণে তাদের এই জরিমানার কবলে পড়তে হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ছিল ৩ ওভার।

তাদের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ এনেছিলেন দুই ফিল্ড আম্পায়ার স্যাম এনোগাস্কি, রবীন্দ্রা উইমালাসারি। থার্ড আম্পায়ার রোলান্ড ব্ল্যাক ও ফোর্থ আম্পায়ার আলাউদ্দিন পালেকার। এর ফলে শাস্তি আরোপ করেছেন ম্যাচ রেফারি মোহাম্মদ জাভেদ।
বশিরের ঘূর্ণিতে চার দিনের ম্যাচ তিন দিনেই জিতল ইংল্যান্ড
২৪ মে ২৫
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ এই শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। হারারে স্পোর্টস ক্লাব মাঠে এই ম্যাচে আগে ব্যাট করে ২৬৭ রান সংগ্রহ করেছিল স্বাগতিক জিম্বাবুয়ে। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ২৩৩ রানে অল আউট হয় ক্যারিবীয়রা।
হারলেও তারা 'এ' গ্রুপ থেকে সুপার সিক্সে জায়গা নিশ্চিত করেছে। সুপার সিক্সে গ্রুপ পর্বের পয়েন্ট যোগ হওয়ার কারণে বড় বিপদে পড়তে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে সোমবার। এই ম্যাচে জিততে পারলে ২ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যেতে পারবে ক্যারিবীয়রা।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩৯ রানে ও দ্বিতীয় ম্যাচে নেপালকে ১০১ রানের ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার সিক্সে তাদের জয়ের কোনো বিকল্প থাকবে না। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে বিশ্বকাপের দুইবারের শিরোপাধারীদের।