ল্যাবুশেন ভুল শুধরে নিয়েছে, বিশ্বাস অজি কোচের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচের উভয় ইনিংসেই স্টুয়ার্ট ব্রডের আউটসুইংয়ের সামনে পরাস্ত হয়েছেন মারনাস ল্যাবুশেন। আসন্ন লর্ডস টেস্টে নিজের করা সেই ভুলগুলো শুধরে, চিরচেনা রূপে ল্যাবুশেনকে দেখা যাবে বলেই বিশ্বাস অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুতোর।
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
অধিনায়ক প্যাট কমিন্সের নৈপুণ্যে ইংল্যান্ডের মাটিতে দারুণ এক জয় পেয়েছে সফরকারী অজিরা। তবে ব্যাট হাতে ম্যাচের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন দলের গুরুত্বপূর্ণ ব্যাটার ল্যাবুশেন। ব্রডের করা অফ ষ্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে প্রথম ইনিংসে শুন্য রানে ক্যাচ আউট হওয়ার পর, পরের ইনিংসেও একই ধরনের বলে সেই ব্রডের বলেই ১৩ রানে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

অজি ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুতো বলেন, 'প্রথম টেস্টে সে যেভাবে আউট হয়েছিল আমি সেটা আগে কখনও দেখিনি।' সপ্তাখানিক আগে ওভালে (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে) এমন কিছু ঘটেনি। যাই হোক না কেন, আশাকরি এটি একটি সাময়িক সমস্যা ছিল এবং তিনি এই সপ্তাহে নিজের স্বাভাবিক রূপে ফিরে আসতে পারবেন।'
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
এজবাস্টন জয়ে আরেক ব্যাটার স্টিভ স্মিথও ব্যর্থ হয়েছেন। টেস্ট চ্যাম্পিয়ন দলটির গুরুত্বপূর্ণ এই দুই ব্যাটার ম্যাচজুড়ে রান তুলতে পেরেছেন মাত্র ৩৫! ফলে ল্যাবুশেন এবং স্মিথ- দুজনই গতকাল (শনিবার) লর্ডস টেস্টকে সামনে রেখে অতিরিক্ত সময় নেটে ঘাম ঝরিয়েছেন।
'সে (ল্যাবুশেন) আজ অনেক স্বাভাবিক ছিল (শনিবার অনুশীলনে) এবং এটাই তাকে ব্যাট হাতে ছন্দে ফিরতে সাহায্য করবে। খেলার সময় মাঝে মাঝে অদ্ভুত কিছু ঘটে, কারণ সে যে দুটি বল খেলে আউট হয়েছে, সাধারণত এসব বল সে নিয়মিত ছেড়ে দেয়। সে সর্বদা নিজের ব্যাটিং নিয়ে কাজ করে, আপনারা অনুশীলনেই দেখতে পারেন কিভাবে সে নিজের প্রস্ততি নিচ্ছেন।'