জয়ের চেয়ে বিনোদনকে প্রাধান্য দিচ্ছে ইংল্যান্ড, সতর্ক করলেন বয়কট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
অ্যাশেজের প্রথম টেস্টেই ইংল্যান্ডের 'বাজবল'কে রুখে দিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিন শেষ হওয়ার আগেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বেন স্টোকসের দল। এরপর বড় লিড না পাওয়াকেই প্রথম টেস্টে ইংল্যান্ডের হারের কারণ মানছেন অনেকে।
ইংল্যান্ডের টেস্টের প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস জয়ের জন্য খেলার চেয়ে বিনোদনকে অগ্রাধিকার দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জিওফ্রে বয়কট। তিনি মনে করেন ইংল্যান্ডের দর্শকরা এই বিনোদনের চেয়ে অ্যাশেজ জয়কেই বেশি গুরুত্ব দেবেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'ইংল্যান্ড অ্যাশেজকে প্রদর্শনীতে নামিয়ে দেয়ার পর্যায়ে রয়েছে। ইংল্যান্ড জয়ের থেকে বিনোদনকে বেশি গুরুত্ব দিয়ে চলেছে। বাজবল পদ্ধতির সঙ্গে তারা বেশি নিজেদের জড়িয়ে ফেলেছে। ইংল্যান্ডের সমর্থকরা বিনোদনের থেকে অ্যাশেজ সিরিজ জেতা বেশি পছন্দ করবে।'

প্রথম টেস্টে ইংল্যান্ডের ভুলও ধরিয়ে দিয়েছেন সাবেক এই ইংলিশ ব্যাটার। ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পক্ষে থাকলেও অ্যাশেজ জিততে না পারলে এগুলো মূল্যহীন থাকবে বলে মনে করেন বয়কট। তার মতে অ্যাশেজ জেতাতেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত ইংল্যান্ডের।
বয়কট বলেন, 'দ্রুত রান করা। প্রচুর বাউন্ডারি ও ছক্কা হাঁকানো ব্যাপারটা খুব সুন্দর এবং এটা দারুণ। তবে ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়াকে হারানোর বড় পুরস্কারটি জিততে না পারে। যদি সিরিজ জিতে অস্ট্রেলিয়া বাড়ি ফিরে যায়। আমাদের যত বিনোদন দেয়া হোক না কেন আমাদের খারাপ লাগবেই।'
তিনি যোগ করেন, 'ইংল্যান্ড যদি জেতার জন্য না খেলে, তাহলে এই অ্যাশেজ টেস্টগুলোর তেমন গুরুত্বপূর্ণ থাকবে না। এই সব শুধুমাত্র প্রদর্শনী ম্যাচে পরিণত হবে। এই ম্যাচগুলোর ক্ষেত্রে আগে ??িনোদন নয়, আগে জেতা বেশি গুরুত্বপূর্ণ।'
বর্তমান ইংল্যান্ড দলে সাধারণ জ্ঞান ও বাস্তব জ্ঞানের অভাব দেখছেন বয়কট। ইংল্যান্ডকে অস্ট্রেলিয়ার চেয়ে ভালো দল হিসেবেও মানছেন সাবেক এই ইংলিশ ওপেনার। তবে এভাবে খেলতে থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ হারতে হবে বলে ধারণা করছেন তিনি।
বয়কটের ভাষ্য, 'সবাই ভাবে ক্রিকেট বিনোদন। কিন্তু এই খেলা অনেকটা দাবার মতো। যখন প্রয়োজন হবে তখন ধৈর্য দেখাতে হবে আবার আক্রমণেও যেতে হবে। শুধুমাত্র মাথায় আক্রমণের চিন্তাভাবনা নিয়ে খেললে ম্যাচ জেতা যাবে না। বর্তমান ইংল্যান্ড দলের কিছুটা সাধারণ জ্ঞান এবং বাস্তব জ্ঞান থাকার প্রয়োজন রয়েছে।'
'তারা অস্ট্রেলিয়ার চেয়ে ভালো দল কিন্তু ঠিকমতো না খেললে হেরে যাবে। ইংল্যান্ড এই ম্যাচে প্রতিটি সেশনে জিতেছে কিন্তু ম্যাচ হেরেছে। আমরা অস্ট্রেলিয়ার থেকে এগিয়েছিলাম কিন্তু আমাদের অসাবধানতায় অস্ট্রেলিয়াকে এগিয়ে দিয়েছি।'