promotional_ad

বোল্যান্ডের খরুচে বোলিং নিয়ে চিন্তিত ম্যাকডোনাল্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

বাজবল তত্ত্বকে উড়িয়ে দিয়ে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে দুই উইকেটের জয় পায় অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের শিষ্যরা। ম্যাচে জয়ের দেখা পেলেও কপালে চিন্তার ভাঁজ অজি এই কোচের। কেননা এজবাস্টন টেস্টে ইংলিশ ব্যাটাররা চড়াও হয়েছিলেন দলের অন্যতম সেরা পেসার স্কট বোল্যান্ডের উপর। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে দুটি উইকেট পেলেও বল হাতে ওভার প্রতি রান দিয়েছিলেন ৫.৬৫!


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

সাদা জার্সিতে ইংল্যান্ডের নতুন ধারার ক্রিকেটে ব্যাটাররা আক্রমণাত্মক ভাবে খেলবে সেটাই স্বাভাবিক, হয়েছেও এমনটাই। ম্যাচটি জিতে গেলেও অজি কোচের চিন্তায় থাকছে আগামী ম্যাচের ভাবনা। ২৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া লর্ডস টেস্ট নিয়ে এখনই পরিকল্পনা সারছেন ম্যাকডোনাল্ড।


ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইংল্যান্ড বিপক্ষে এজবাস্টন টেস্ট জয়ের পর তিন দিনের ছুটিতে আছে অজি ক্রিকেটাররা। তবে ম্যাকডোনান্ডসহ দলের কোচরা ব্যস্ত লর্ডস টেস্টের পরিকল্পনা নিয়ে।


promotional_ad

প্রথম ইনিংসে ওভার প্রতি ৬.১৪ করে দেয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৫.০৮ করে রান দেন বোল্যান্ড। কয়েকদিন আগে ভারতীয় ব্যাটারদের নাকানিচুবানি খাওয়ানো এই পেসারের এমন পারফরম্যান্সে খানিকটা অবাক ম্যাকডোনাল্ড, 'আমি অবাক হয়ে গিয়েছিলাম যে ইংলিশ ব্যাটাররা কিভাবে বোল্যান্ডের উপর এতটা চড়াও হয়ে খেলেছেন।'


নিজের ক্যারিয়ারে অবশ্য এমন চ্যালেঞ্জের মুখে আগে পড়তে হয়নি বোল্যান্ডকে। ব্যাটাররা সাধারণত তাকে আলাদাভাবেই দেখেশুনে খেলেন। যদিও ইংলিশ ব্যাটাররা ছিলেন এর একদম বিপরীতে। যার কারণে ২০১৫ সালের পর এবারই প্রথম প্রথম শ্রেণির ক্রিকেটে ওভার প্রতি পাঁচের বেশি রান দেন এই পেসার।


এদিকে এজবাস্টন টেস্টের পেস বোলিং লাইনআপে বোল্যান্ড খেলার কারণে জায়গা পাননি মিচেল স্টার্ক। এই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ম্যাকডোনাল্ড বলেন, 'তাকে দলে না নেয়ার ব্যাপারটি শর্ত-ভিত্তিক ছিল। মূলত নির্বাচকরা মনে করেছিলেন যে, ওই উইকেটে স্টার্ক সেভাবে সুইং পাবেন না। তাই তার পরিবর্তে অধিনায়ক প্যাট কামিন্সের পাশাপাশি জস হ্যাজেলউড এবং বোল্যান্ডকে বেছে নেয়া হয়েছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball