এশিয়া কাপে ‘হাইব্রিড মডেলে’র বিপক্ষে পিসিবির নতুন চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার
২৭ ফেব্রুয়ারি ২৫
এশিয়া কাপ নিয়ে ভেন্যু জটিলতার একপর্যায়ে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নানান নাটকীয়তার পর পিসিবির এমন প্রস্তাব মেনে নিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। হাইব্রিড মডেলেই এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে বিবৃতিও দেয় তারা। কিন্তু এবার এতে আপত্তি জানিয়েছেন জাকা আশরাফ। নাজাম শেঠীর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শীগ্রই পিসিবির চেয়ারম্যান পদের দায়িত্ব বুঝে নেবেন তিনি।
কিছুদিন আগেই এসিসি জানিয়েছিল পাকিস্তানের সঙ্গে এবারের এশিয়া কাপের আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কাও। ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টে আয়োজক পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে খেলবে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও নেপাল।

যদিও আয়োজক হিসেবে শুধুই পাকিস্তানকে চান জাকা আশরাফ, ‘আমি হাইব্রিড মডেলের পক্ষে না। টুর্নামেন্টের পুরোটাই পাকিস্তানে হওয়া উচিত। কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিল সেই স্বত্ব পাকিস্তানকে দিয়েছে। কিন্তু বড় ম্যাচগুলোতে এই মডেল অনুযায়ী অন্য জায়গায় হবে, শুধু নেপালের মতো ছোট দলগুলো এখানে খেলবে। পাকিস্তানের সঙ্গে ন্যায়বিচার হয়নি।’
নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে
১৮ এপ্রিল ২৫
‘আগের ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নিয়েছে, আমি জানি না। কারণ, সংশ্লিষ্ট তথ্যগুলোও আমার কাছে নেই। দায়িত্ব নেওয়ার পর দেখব, পাকিস্তানের জন্য এই কম সময়ে সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নেয়ারই চেষ্টা করব।’
এদিকে বরাবরের মতো এবারও দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা। এরপর দুই গ্রুপের সেরা দুটি দল খেলবে সুপার ফোরে। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনালে। টুর্নামেন্ট জুড়ে মোট ১৩টি ম্যাচ হবে।
দ্রুতই এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে এসিসি। এর আগে বেশ কিছুদিন ধরেই এশিয়া কাপের ভেন্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ভারতের আপত্তিতে এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে যাওয়ারও শঙ্কা তৈরি হয়েছিল।
ভারত পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ না খেলতে আসলে ২০২৩ বিশ্বকাপ বর্জনের হুমকিও দিয়েছে তারা। পরে অবশ্য হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে পিসিবি। এই মডেল অনুযায়ী পাকিস্তানে ৪টি ম্যাচ আর বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়।