promotional_ad

৪৫ রানে ৬ উইকেট, এমন পরিস্থিতি আর চান না মিরাজ

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশেও অনার্স বোর্ড চান মিরাজ

৭ ঘন্টা আগে
রাওয়ালপিন্ডিতে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নিজের নাম লেখার পর মেহেদী হাসান মিরাজ, পিসিবি

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। উপরের সারির প্রথম ছয় ব্যাটার দ্রুত ফিরলেও সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে জিতিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন ধ্রুব। জুলাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ আবারও আফগানরা। সেই সিরিজের আগে তাই আলোচনায় মিরাজ-আফিফ জুটি। তবে এমন পরিস্থিতি আর চান না মিরাজ।


রশিদ খান, মুজিব উর রহমানদের সামলানোর পরিকল্পনা এঁটে আফগান পেসারদের আগুনে পুড়েছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ফজলহক ফারুকীর তোপে একে একে সাজঘরে ফিরেছিলেন তামিম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিক, ইয়াসির আলী রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদরা।


promotional_ad

অথচ শুরুর দিকে ২১৬ রানের লক্ষ্যটা সহজই মনে হচ্ছিলো বাংলাদেশের জন্য। মাত্র ২৮ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ নিজেদের ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছিলেন মিরাজ ও আফিফ। তাদের দুজনের অনবদ্য জুটিতে খানিকটা নিশ্চিত হারা ম্যাচ জিতে টাইগাররা।


অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটি গড়তে আফিফ ১১৫ বলে ৯৩ এবং মিরাজ অপরাজিত ছিলেন ১২০ বলে ৮১ রানের ইনিংস খেলে। বাংলাদেশের এমন পরিস্থিতি আর চান না মিরাজ। এমন পরিস্থিতির তৈরি হলে তাদের জন্য চাপ হয়ে যায় বলে জানান তিনি।


গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিরাজ বলেন, ‘আসলে সবসময় তো একই রকম যায় না। সবশেষ সিরিজে আমি আর আফিফ একটি ম্যাচ জিতিয়েছিলাম, আমি চাই না যে এরকম পরিস্থিতি বারবার আসুক। কারণ আমাদের জন্য বেশি চাপ হয়ে যাবে। আমি চাই উপরের ব্যাটাররা সবসময় রান করুক, ভালো খেলুক তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়।’


কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান আর মুমিনুল হকরা। টপ অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলায় আফগানদের ৬৬২ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। এমন রান হলে বোলাররা নির্ভার থেকে বোলিং করতে পারে বলে জানান মিরাজ।


তিনি বলেন, ‘দেখেন, টেস্ট ম্যাচে উপর থেকে ব্যাটাররা রান করেছে, প্রায় ৫০০ (মূলত ৬৬২ রান) রানের মতো লক্ষ্য দিয়েছি ওদেরকে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমরা যখন বোলিং করি তখন আমরা বুক ফুলিয়ে বোলিং করতে পারি যে আমাদের স্কোরবোর্ডে অনেক রান আছে। ব্যক্তিগতভাবে সবসময় চাই ব্যাটাররা রান করুক। আমাদের জন্য সহজ হয়ে যায় কাজটা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball