promotional_ad

‘এই সিরিজ হারলেই আমরা খারাপ দল হয়ে যাবো না’

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশেও অনার্স বোর্ড চান মিরাজ

৭ ঘন্টা আগে
রাওয়ালপিন্ডিতে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নিজের নাম লেখার পর মেহেদী হাসান মিরাজ, পিসিবি

৫০ ওভারের ক্রিকেটে লম্বা সময় ধরেই দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। বদলে গেছে টাইগারদের খেলার ধরনও। ওয়ানডেতে অপ্রতিরোধ্য হয়ে উঠলেও আফগানদের বিপক্ষে বরাবরই চাপে পড়তে হয় বাংলাদেশকে। যদিও বেশিরভাগ সময়ই সেটা উতরে গেছেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা। পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত ১১ ওয়ানডের মাঝে সাতটি জিতেছে টাইগাররা।


বিশ্বকাপের আগে আরও একবার আফগানদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। চ্যালেঞ্জ থাকলেও নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী মেহেদি হাসান মিরাজ। সেই সঙ্গে অভিজ্ঞ এই অলরাউন্ডার জানান, আফগানদের বিপক্ষে আসছে সিরিজে হারলেই বাংলাদেশ খারাপ দল হয়ে যাবে না।


promotional_ad

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিরাজ বলেন, ‘একটা জিনিস দেখেন যে, হারা জেতা এটা কিন্তু পরের ব্যাপার। আমরা কিন্তু ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছি। এই সিরিজ যদি হেরেও যাই, বা খারাপও খেলি হতেই পারে। এর মানে এই না যে, আমরা খারাপ টিম হয়ে গেছি।


‘গত কয়েকদিনে আমরা যে পারফর্ম করেছি, ওয়ার্ল্ড কাপ শুরুর আগে যে পয়েন্ট টেবিলটা, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত যেভাবে শেষ করেছি এটা কিন্তু একটা বার্তা দেয়, ওয়ানডেতে টিম হিসেব ভালো খেলেছি। ভালো পজিশনে যেতে পারব। ওয়ার্ল্ড ক্রিকেটে বড় বড় দলগুলো কিন্তু কোয়ালিফায়ার খেলছে। আলহামদুল্লিলাহ এই বছর কিন্তু কোয়ালিফায়ার খেলতে হচ্ছে না। টপ ফোরের মধ্যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। এই জিনিসগুলো আমাদের টিমের জন্য দেশের জন্য ভালো না?’


বিশ্বকাপে আগে আফগানিস্তান সিরিজ, এশিয়া কাপ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এই ম্যাচগুলোর মাঝে কোনো খেলায় বাংলাদেশ খারাপ খেললেও সেসব নিয়ে খুব বেশি চিন্তা করছেন না মিরাজ। অভিজ্ঞ এই অলরাউন্ডার মনে করেন, তাদের লক্ষ্য আপাতত বিশ্বকাপ। নিজেদের ভুলগুলো শুধরে ভালো করতে প্রত্যয়ী বাংলাদেশ।


মিরাজ বলেন, ‘আমি মনে করি যে, সামনে একটা দুইটা ম্যাচ খারাপ হতে পারে। খারাপ খেলতে পারি, সেইদিকে ফোকাস না করে ওয়ার্ল্ড কাপে কিভাবে ভালো করতে পারি, সামনে খেলতে পারি, ল্যাকিংসগুলো কীভাবে ডেভেলপ করতে পারি, আমাদের ফোকাস এইদিকেই থাকবে। জেতা হারাটা অনেক ইম্পর্ট্যান্ট বাট কীভাবে আমরা করব সেইদিকে ফোকাস থাকবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball