২৫ ধাপ এগোলেন শান্ত, মুমিনুল ১৭ ধাপ
.jpg)
ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
২৫ বছরেও টেস্ট সংস্কৃতি গড়ে না ওঠায় শান্তর আক্ষেপ, নতুন কিছু দেখানোর প্রতিশ্রুতি
১৯ এপ্রিল ২৫
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ১৪৬ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। যার মাধ্যমে দেশের মাটিতে সেঞ্চুরির আক্ষেপ মিটিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। দ্বিতীয় ইনিংসেও ব্যাট দুর্দান্ত ছিলেন শান্ত।
দারুণ ব্যাটিংয়ে খেলেছেন ১২৪ রানের ইনিংস। এমন সেঞ্চুরির পর বাংলাদেশের ক্রিকেটের রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন তিনি। মুমিনুল হকের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন শান্ত। মিরপুর টেস্টে হয়েছেন ম্যাচ সেরাও।

এমন পারফরম্যান্সের পর আইসিসির র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছেন শান্ত। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাপ্তাহিক হালনাগাদে ২৫ ধাপ এগিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। বর্তমানে ৫৪তম স্থানে আছেন দারুণ ছন্দে থাকা শান্ত।
‘বোলিং ছাড়া টেস্টে আমরা খুব বেশি উন্নতি করিনি’
৯ এপ্রিল ২৫
এদিকে লম্বা সময় পর সেঞ্চুরির দেখা পেয়েছেন মুমিনুল। ২৬ মাস আর ২৬ ইনিংসের অপেক্ষার অবসান ঘটেছে মিরপুর টেস্টে। প্রথম ইনিংসে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২১ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার।
এমন সেঞ্চুরিতে আইসিসির টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়কের। শান্তর চেয়ে এক ধাপ উপরে অর্থাৎ ৫৩তম স্থানে আছেন বাংলাদেশের হয়ে ১২ টেস্ট সেঞ্চুরি করা বাঁহাতি এই ব্যাটার।
বোলারদের মাঝে উন্নতি হয়েছে মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম এবং ইবাদত হোসেন চৌধুরির। তিন ধাপ এগিয়ে ৬৩তম স্থানে ইবাদত, ২ ধাপ এগোনো মিরাজ ২৫তম এবং ১২ ধাপ এগিয়ে ৭১তম স্থানে উঠে এসেছেন শরিফুল।