শীর্ষে রুট, পিছিয়ে গেলেন ল্যাবুশেন-স্মিথরা

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড.... কদিন আগে আইসিসির র্যাঙ্কিংয়ের শুরুর দিকের পর্যায়ক্রমটা ছিল ঠিক এমন। রেকর্ড গড়ে আইসিসির টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ের সেরা তিনে ছিলেন একই দেশের তিন ব্যাটার। তবে অস্ট্রেলিয়াকে এমন রেকর্ড বেশিদিন জিইয়ে রাখতে দিলেন না জো রুট।
এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে ৪৬ রান করেছিলেন ইংল্যান্ডের তারকা এই ব্যাটার। এমন পারফরম্যান্সে পাঁচ ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন রুট। দারুণ ছন্দে থাকা রুটের রেটিং পয়েন্ট ৮৮৭। এদিকে শীর্ষস্থান হারিয়ে তিনে নেমে গেছেন ল্যাবুশেন।

অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন মোটে ১৩ রান। যে কারণে দুই ধাপ পিছিয়ে গেছেন তিনি। দুই ধাপ পেছানোর ফলে প্রায় ৬ মাস পর শীর্ষস্থান হারিয়েছেন সবশেষ ৯ টেস্টে সেঞ্চুরির দেখা না পাওয়া ল্যাবুশেন।
আফগানিস্তানকে হারিয়ে লাহোরের দর্শকদের চুপ করাতে চান ল্যাবুশেন
২৮ ফেব্রুয়ারি ২৫
কোনো ম্যাচ না খেলেই দুইয়ে জায়গা করে নিয়েছেন কেইন উইলিয়ামসন। দুইয়ে থাকা স্মিথ চার ধাপ পিছিয়ে এখন আছেন ছয় নম্বরে। এজবাস্টন টেস্টের দুই ইনিংস মিলে করেছিলেন ২২ রান। হাফ সেঞ্চুরি করার পরও পিছিয়ে গেছেন হেড।
এক ধাপ পিছিয়ে যাওয়া হেড বর্তমানে আছেন চার নম্বরে। ব্যাট হাতে পুরো টেস্টেই দুর্দান্ত ছিলেন উসমান খাওয়াজা। প্রথম ইনিংসে ১৪১ রান করা বাঁহাতি এই ওপেনার দ্বিতীয় ইনিংসে খেলেছেন গুরুত্বপূর্ণ ৬৫ রান। এজবাস্টনে ম্যাচ সেরা হওয়া খাওয়াজা দুই ধাপ এগিয়ে আছেন সাত নম্বরে।
এক ধাপ করে পিছিয়ে আটে ড্যারিল মিচেল আর নয়ে শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে। ভারতের একমাত্র ব্যাটার হিসেবে সেরা দশে আছেন ঋষভ পান্ত। এদিকে বোলারদের মাঝে শীর্ষস্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। দুইয়ে আছেন জেমস অ্যান্ডারসন।
ম্যাচ না খেলেও এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন কাগিসো রাবাদা। এদিকে সেরা পাঁচে উঠে এসেছেন ওলি রবিনসন। তাতে করে আইসিসির টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে আছেন ইংল্যান্ডের দুজন। প্যাট কামিন্স পেছালেও এক ধাপ এগিয়েছেন নাথান লায়ন।