promotional_ad

এজবাস্টনের রুদ্ধশ্বাস জয়কে এক নম্বরে রাখছেন কামিন্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জ্যাকসের অলরাউন্ড পারফরম্যান্সে মুম্বাইয়ের জয়

১৭ এপ্রিল ২৫
বিসিসিআই

অস্ট্রেলিয়ার হয়ে ৫১ টেস্টের ক্যারিয়ারে এই নিয়ে ২৮টি জয়ের স্বাক্ষী হলেন প্যাট কামিন্স। কিন্তু এজবাস্টন টেস্টের এমন জয়কে সবগুলো থেকেই আলাদা রাখছেন অস্ট্রেলিয়ার এই অধিনায়ক। কামিন্সের কাছে এই জয়ে 'এক' নম্বরে।


৭২তম ওভারের শেষ বলটায় উসমান খাওয়াজা যখন বেন স্টোকসের বল টেনে স্টাম্পে নিয়ে এলেন, এজবাস্টনে তখনই যেন পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। দলটির রান তখন ২০৯, খাওয়াজা ফেরার মাধ্যমে পড়ে যায় সপ্তম উইকেট।


promotional_ad

২৮১ রান তাড়ায় ২২৭ রানের মধ্যে আট উইকেটও পড়ে যায় অজিদের। যদিও নবম উইকেটে ৫৫ রানের অসাধারণ এক অবিচ্ছিন্ন জুটিতে দলটিকে জয় এনে দেন দুই বোলার কামিন্স এবং নাথান লায়ন। ৪.৩ ওভার বাকি ছিল তখনো।


ম্যাচ শেষে কামিন্স বলেন, 'এক নম্বর… অবশ্যই, এক নম্বর…অ্যাশেজ সিরিজর প্রথম ম্যাচ, এরকম জয়… এক নম্বর (এটিই)।'


'অসাধারণ জয় এটি। স্রেফ এই বিশ্বাসটা থাকা জরুরি ছিল, যে কোনো জায়গা থেকে আমরা জিততে পারি… এই বিশ্বাসটুকু থাকা, যে কেউ জেতাতে পারে ম্যাচ… আমিও নিজেকে মেলে ধরতে পারি এবং জেতাতে পারি। ছেলেবেলায় যখন বাড়ির আঙিনায় আমরা খেলছি, তখন তো এই মুহূর্তগুলোরই স্বপ্ন দেখে সবাই যে, অ্যাশেজ??? এরকম পরিস্থিতিতে মাঠে নেমে ম্যাচ জেতাচ্ছে।'


ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সমানতালেই লড়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। শেষদিনে অস্ট্রেলিয়ার আট নম্বর উইকেট নেয়ার মধ্য দিয়ে ম্যাচে দারুণভাবে ফিরে ইংল্যান্ড। কিন্তু অজি অধিনায়কের মতে, শেষভাগে এগিয়ে ছিলেন তারাই।


কামিন্স আরও বলেন, 'সম্ভবত যখন আর ১০ রান প্রয়োজন কিংবা ১৬ রান, ওভারপ্রতি যখন ২ রান লাগত, তখন বেশ আত্মবিশ্বাসী হয়ে যাই। প্রথম দিনের প্রথম সেশন থেকে শুরু করে মাচজুড়েই আসলে ৫০-৫০ ছিল লড়াই। কখনই খুব বেশি এক দিকে হেলে পড়েনি বা দূরে চলে যায়নি। শেষ ১৫-২০ মিনিটের আগ পর্যন্ত এরকমই ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball