জানা গেল খেলা শুরুর সময়, জমে উঠেছে সমীকরণ

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডেথ বোলিংয়ে উন্নতি করে তাসকিন-নাহিদদের বিশ্বমানের বানাতে চান টেইট
২৪ মে ২৫
চতুর্থ দিনের শেষ বিকেলে স্টিভ স্মিথ এবং মার্নাশ ল্যাবুশেনের বিদায়ে এজবাস্টন টেস্টের শেষ দিনে রোমাঞ্চ উঁকি দিচ্ছিলো। পুরো রাত বৃষ্টি হওয়ার পর সকালেও তা অব্যাহত ছিল। বেরসিক বৃষ্টিতে ভেস্তে গেছে দিনের প্রথম সেশনে। পুরো দিনে ৯৮ ওভার খেলা হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি হবে এখন ৬৭ ওভার।

দিনের দুই সেশনের মাঝে ১৭৪ রান করতে হবে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০৭ রান করা অস্ট্রেলিয়াকে। সফরকারীদের হাতে এখনও আছে সাত উইকেট। ১৩ রান করা স্কট বোল্যান্ডকে সঙ্গে নিয়ে স্থানীয় সময় দুপুর ২ টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা) ব্যাটিংয়ে নামবেন ৩৪ রান করা উসমান খাওয়াজা।
আইয়ারের বাদ পড়া নিয়ে শেবাগের প্রশ্ন
১১ ঘন্টা আগে
বিস্তারিত আসছে...