promotional_ad

মিরপুরের ইনডোরে বসানো হচ্ছে ফ্লাডলাইট

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ক্রিকেটারদের অনুশীলনের সুবিধার্থে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ফ্লাডলাইট স্থাপন করতে যাচ্ছে বোর্ড। ইতোমধ্যে সোমবার থেকে কাজও শুরু করে দেয়া হয়েছে। 


মূলত ইনডোরের মূল মাঠে এতোদিন শুধু দিনের বেলাতেই অনুশীলন করতে পারত ক্রিকেটার। তবে রাতের বেলাতেও যেন তারা অনুশীলন করতে পারে তাই এ পদক্ষেপ নিয়েছে বোর্ড। ফ্লাডলাইট স্থাপনে ইতোমধ্যে শুরু হয়েছে মাঠের গাছ কাটার কাজ। 



promotional_ad

ঈদ-উল-আজহা পর পরই ফ্লাডলাইট স্থাপনের কাজ শেষ হবে। এরপর থেকেই রাতের বেলাও ক্রিকেটাররা সেখানে অনুশীলন করতে পারবেন। বিসিবির সর্বশেষ বোর্ড সভাতে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলেও নিশ্চিত হওয়া গিয়েছে।


বিসিবির গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিজ কমিটির ম্যানেজার আব্দুল বাতেন ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন।  আব্দুল বাতেন বলেন, 'ইনডোরে বেশ কয়েকটি ফ্লাডলাইট স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে এ জন্য কাজও শুরু হয়ে গিয়েছে।'


'মোট টাওয়ার বসবে ছয়টি, যেখানে ৩টি করে লাইট থাকবে। ঈদের পর পরই কাজ শেষ হয়ে যাবে আশা করছি। এরপরই সেখানে রাতের বেলা ক্রিকেটাররা অনুশীলন করতে পারবে' আরও যোগ করেন তিনি। 



এদিকে বাংলাদেশে বর্ষা মৌসুমে বড় একটা সময় ক্রিকেটারদের অনুশীলনে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। এই বিড়ম্বনার একটা স্থায়ী সমাধানের উদ্যোগ গেল বছর হাতে নিয়েছিল বোর্ড। বছরব্যাপী অনুশীলনের জন্য নির্বিঘ্ন সুবিধা করতেই তা বানানো হচ্ছে।


নিউজিল্যান্ডের আদলে মিরপুর একাডেমি মাঠে বসানো হচ্ছে 'রিট্রাক্টেবল ছাদ।' প্রয়োজন হলে এই ছাদ নির্দিষ্ট সুইচের মাধ্যমে খুলে দেওয়া যাবে। আবার বৃষ্টি আসলে তা বন্ধ করে বানানো হবে শ্যাড। বিসিবির একাডেমি মাঠে যার কাজ চলছে বিগত কয়েকমাস ধরেই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball