দুই ভেন্যুতে শ্রীলঙ্কা-পাকিস্তানের দুই টেস্ট

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন হাথুরুসিংহে
২০ ঘন্টা আগে
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্র শুরু করবে পাকিস্তান। যেখানে দুটি ভেন্যুতে খেলা হবে সিরিজের টেস্ট ম্যাচ দুটি। এক বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
টেস্ট সিরিজ খেলতে আগামী ৯ জুলাই কলম্বোতে পা রাখবে পাকিস্তান। এরপর সেখানে পৌঁছে ১১ ও ১২ জুলাই দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাবর আজমের দল। এরপর প্রথম টেস্ট খেলতে গলে যাবে তারা।

১৬ জুলাই গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ২৪ জুলাই কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। এরপরই দেশে ফিরে আসবে পাকিস্তান।
নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে
১৮ এপ্রিল ২৫
সবশেষ ২০২২ সালের জুলাইয়েই শ্রীলঙ্কা সফর করেছিল বাবর-মোহাম্মদ রিজওয়ানরা। সেবার একটি করে ম্যাচ জিতে সিরিজ ড্র করে ফিরেছিল সফরকারীরা। সেই সিরিজে ৩৪২ রান তাড়া করে ম্যাচ জিতে রেকর্ড করেছিল।
পরের টেস্টেই অবশ্য ২৪৬ রানের বড় জয় পেয়েছিল শ্রীলঙ্কা। দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিজেদের দল ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার জায়গা পেয়েছেন। স্কোয়াডে ফিরেছেন শাহীন শাহ আফ্রিদির মতো পেসারও।
পাকিস্তান স্কোয়াড- বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, হাসান আলী, ইমাম-উল হক, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সৌদ শাকিল, শাহীন আফ্রিদি এবং শান মাসুদ।