promotional_ad

পিসিবির নতুন চেয়ারম্যান হচ্ছেন না নাজাম শেঠি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামীকাল (২১ জুন) শেষ হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠির দায়িত্বের মেয়াদকাল। নতুন মেয়াদে আবারও চেয়ারম্যান হিসেবে আসার গুঞ্জন ছিল কাল। যদিও তেমনটা হচ্ছে না। নতুন মেয়াদে আর পিসিবির চেয়ারমান হবেন না তিনি।


অফিসিয়াল টুইটারে এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছেন নাজাম নিজেই। মূলত রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক হওয়া হচ্ছে না তার।


promotional_ad

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান আসিফ আলী জারদারি নিজের পছন্দের ব্যক্তিকে পিসিবির সর্বোচ্চ আসনে বসাতে চান। যার কারণে তার সাথে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ও পিসিবির প্রধান পৃষ্ঠপোষক শাহবাজ শরিফের সঙ্গে দ্বন্দ্ব চলছে।


শেঠি এই দ্বন্দ্বের মাঝে থাকতে চান না। এ কারণেই নতুন মেয়াদে নিজেকে বিবেচনা করছেন না তিনি। আর তাই আগেভাগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।


নাজাম টুইটারে লিখেন, 'সবাইকে সালাম। আমি আসিফ জারদারি এবং শাহবাজ শরিফের মধ্যে বিবাদের কারণ হতে চাই না। এ ধরণের অস্থিরতা ও অনিশ্চয়তা পিসিবির জন্য ভালো না। এই পরিস্থিতিতে আমি পিসিবির চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী নই।'


পিসিবির ওপর সরকারের হস্তক্ষেপ দেশটির ক্রিকেটে পুরাতন ঘটনা। সরকারের ইচ্ছার ওপরই পিসিবির চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়। বেশ কয়েকমাস আগেও ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় পিসিবির চেয়ারম্যান ছিলেন সাবেক ক্রিকেটার রমিজ রাজা।


এরপর ইমরান যখন সরে দাঁড়ান, তখন বিদায় নিতে হয় রমিজকেও। নতুন সরকার আসার পর রমিজকে সরিয়ে পিসিবির চেয়ারম্যান করা হয় শেঠিকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball