ইংল্যান্ডের দরকার ৭ উইকেট, অস্ট্রেলিয়ার ১৭৪ রান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
এজবাস্টন টেস্টের প্রথম দিন ৮ উইকেটে ৩৯৩ রান করে ইংল্যান্ড ইনিংস ঘোষণা করে যে রোমাঞ্চের জন্ম দিয়েছিল চতুর্থ দিন শেষেও প্রায় একই রোমাঞ্চ নিয়ে দিন শেষ করেছে দুই দল। ইংল্যান্ডের দেয়া ২৮১ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ৩ উইকেটের ১০৭ রান করে। এখনও ইংল্যান্ডের চেয়ে ১৭৪ রানে পিছিয়ে আছে অজিরা। এই ম্যাচে যেকোনো কিছুই হতে পারে। তবে চতুর্থ দিন শেষে সম্ভাবনার পাল্লা অস্ট্রেলিয়ার দিকেই কিছুটা হলেও ঝুলে থাকবে। তবেএই ম্যাচ বাঁচাতে হতে বা জিততে হলে অলৌকিক কিছুর অপেক্ষায় থাকতে হবে ইংল্যান্ডকে।
এজবাস্টন টেস্টের চতুর্থ দিন ২৮ রানে ২ উইকেট নিয়ে শুরু করেছিল ইংল্যান্ড। জো রুট ও অলিভার পোপ দুজনই অপরাজিত ছিলেন শূন্য রানে। দিনের শুরু থেকে দুজনেই দারুণ খেলছিলেন। পঞ্চাশের কোটা পার হওয়ার পর পোপকে ফিরিয়ে এই জুটি ভাঙেন প্যাট কামিন্স।

অজি অধিনায়কের আনপ্লেবল এক ইয়র্কারে ছত্রখানা হয় পোপের স্টাম্প। এই ইংলিশ ব্যাটার ফেরেন ১৪ রান করে। এরপর হ্যারি ব্রুককে নিয়ে আরেকটি পঞ্চাশের বেশি রানের জুটি গড়েন রুট। অভিজ্ঞ এই ইংলিশ ব্যাটারকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরেকটি উইকেট এনে দেন নাথান লায়ন।
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
রুট চেয়েছিলেন সুইপ করতে কিন্তু বল ব্যাট ফাঁকি দিয়ে চলে যায় অ্যালেক্স ক্যারির হাতে। সঙ্গে সঙ্গে স্টাম্পিং করে রুটকে আউট করেন তিনি। ফলে শেষ হয় রুটের ৪৬ রানের লড়াকু ইনিংস। এরপর বলতে গেলে ব্রুক ও বেন স্টোকস টেনেছেন ইংল্যান্ডকে।
ব্রুকের ৪৬ আর স্টোকসের ৪৩ রানেই ২৫০ এর আশেপাশে সংগ্রহ দাঁড় করাতে পেরেছে ইংলিশরা। ওলি রবিনসন ৪৪ বলে ২৭ রানের দারুণ এক কার্যকরী ইনিংস খেলেন। এ ছাড়া মঈন আলীর ১৯, স্টুয়ার্ট ব্রডের অপরাজিত ১০ ও জেমস অ্যান্ডারসনের ১২ রানে ২৮১ রানের লক্ষ্য দাঁড় করায় ইংলিশরা।
ইংল্যান্ডের দেয়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নারকে নিয়ে দারুণ শুরু এনে দিয়েছিলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান উসমান খাওয়াজা। ওলি রবিনসনের করা গুড ল্যান্থের বল ফরওয়ার্ড ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ২৬ রান করা ওয়ার্নার।
এরপর মাত্র ১৩ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মার্নাস ল্যাবুশেন। খাওয়াজাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি স্টিভেন স্মিথও। দুই ওভার পরে আবারও বোলিংয়ে এসে ৬ রান করা স্মিথকে নিজের দ্বিতীয় শিকার বানান ব্রড। এরপর নাইট ওয়াচ ম্যান হিসেবে নামেন স্কট বোল্যান্ড। তাকে নিয়ে দিনের বাকি সময় বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন খাওয়াজা।