promotional_ad

স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

স্কুল ক্রিকেটে ইতিহাস, মুস্তাকিমের ৪০৪*, ক্যামব্রিয়ানের ৭৩৮ রানের জয়

১৮ মার্চ ২৫
রেকর্ড গড়া ইনিংস খেলা মুস্তাকিম হাওলাদার

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের শিরোপা জিতেছে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়। বৃষ্টিবিঘ্নিত ফাইনালে বৃষ্টি আইনে চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়কে ৩ উইকেটে হারিয়েছে দিনাজপুরের স্কুলটি।


এদিন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে গনি আদর্শ উচ্চ বিদ্যালয়কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান স্কোরবোর্ডে তুলে চাঁদপুর গণি আদর্শ উচ্চ বিদ্যালয়।


promotional_ad

স্কুল ক্রিকেটের জাতীয় পর্যায়ে সেঞ্চুরি হাঁকানো ব্যাটার মাহমুদুল হাসান সাজঘরে ফেরেন মাত্র ৭ রান করে। ওপেনার রজত কান্তি ২৪ রানের ইনিংস খেলেই সাজঘরে হাঁটা দেন। এ ছাড়া ২৮ রান আসে ইমতিয়াজ আইমনের ব্যাট থেকে। দলটির পক্ষে অবশ্য লড়াই করেন অধিনায়ক সালমান নিয়াজি।


এই তরুণ ব্যাটার খেলেন ৯১ বলে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ রানের (৩৬০) মালিকও তিনি। তার হাতেই উঠেছে টুর্নামেন্ট সেরার পুরস্কারও। ১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দিনাজপুরের ইনিংসের ২০ ওভারের সময় হানা দেয় বৃষ্টি। 


সে সময় দিনাজপুরের স্কোর ছিল ৩ উইকেটে ১০২ রান। বৃষ্টি থামলে তাদের লক্ষ্য দেয়া  হয় ৪০ ওভারে ১৫৮ রানের। তবে ৩০.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দিনাজপুরের স্কুল। দলকে জেতাতে বড় অবদান রাখেন অলরাউন্ডার আইনুল ইসলাম।  বল হাতে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। হয়েছেন ম্যান সেরা।


এক নজরে জাতীয় স্কুল ক্রিকেট


চ্যাম্পিয়ন: দিনাজপুর একাডেমি স্কুল
রানার্স আপ: চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়
ম্যান অব দ্য ফাইনাল: আইনুল ইসলাম (দিনাজপুর)
ম্যান অব দ্য টুর্নামেন্ট: সালমান জাহান নিয়াজি (চাঁদপুর)
সর্বোচ্চ রান: সালমান জাহান নিয়াজি (৩৬০ রান)
সর্বোচ্চ উইকেট: সোহেল রানা জীবন (৯ ম্যাচে ২৭ উইকেট, নেত্রকোণা মধুমাছি কচিকাচা বিদ্যা নিকেতন)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball