promotional_ad

এবারই শেষ, আর কাউকে দেবো না: পাপন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক পর্যায়ে দেশের ক্রিকেটে বড় অবদান রাখার জন্য মুশফিকুর রহিমকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ফরম্যাটে সাত হাজার রান এবং টেস্টে পাঁচ হাজার রানসহ আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান করায় এই ক্রিকেটারকে ১০ লক্ষ টাকা দিয়েছে বোর্ড।


দেশের ক্রিকেটে এই ধরনের সম্মাননা আগে কেউই পাননি। বিভিন্ন সময় নানান অর্জনের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেয়া হলেও অর্থ দিয়ে পুরস্কৃত করার বিষয়টি এবারই প্রথম। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, মুশফিকই প্রথম এবং শেষ।


promotional_ad

মুশফিককে যে ভাবে সম্মানিত করেছে বোর্ড এভাবে আর কোন ক্রিকেটারকে সম্মান জানাবে না বিসিবি। দেশের একটি গণমাধ্যমকে নাজমুল হাসান বলেন, 'একদিন মুশফিক খেলা শেষ করে আমাকে বলছিল, আপনি আমাকে কোনোদিন কিছু দেননি।'


'এটা শুনে আমিও চিন্তা করে দেখলাম আসলে ওকে তো আমি কোনোদিন আলাদা করে কিছু দেইনি। সে জন্য ওকে দেয়া হয়েছে। কিন্তু এটা যে মিডিয়া তে আসবে, তাহলে তো সবাই চাবে। এবারই শেষ আর কাউকে দেবো না' আরও যোগ করেন তিনি। 


সর্বশেষ বোর্ড সভাতেই মুশফিককে এই সম্মানা দেয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদকেও আর্থিক অনুদান দেয়ার বিষয়েও আলোচনা আলোচনা হয়েছিল। যার পরিমাণ ৭০ লক্ষ ৫১ হাজার ২৮২ টাকা।


সবশেষ আইপিএলে সাকিব ও তাসকিনের খেলতে না যাওয়া এবং লিটনের মাঝপথে ফিরে আসায় সবদিক বিবেচনায় তাদের অনেকটা ক্ষতিপূরণের মতোই দেওয়া হচ্ছে এই আর্থিক অনুদান। যদিও কবে নাগাদ তা দেয়া হবে এ নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।


এই প্রসঙ্গে গণমাধ্যমকে বোর্ড সভাপতি বলেন, 'তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, মাশরাফি এরা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের প্রাণ। এর আগেও অনেকে ছিল, এখনও আছে। কিন্তু এদের একটা বিশেষ ব্যাপার আছে। তাই মনে হয়েছে ওদের জন্য কিছু করা উচিত।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball