promotional_ad

৩৬ দিন পর ব্যাটিং অনুশীলনে সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


একমাত্র টেস্টে আফগানিস্তানকে ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে হারানোর পরদিনও মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছিল ক্রিকেটারদের ব্যস্ততা। আজ সকালেই সাদা বলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের সকলেই উপস্থিত হন মিরপুরে। পরে ওয়ানডে দল ও সাদা বলের ক্যাম্পে থাকা ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা করেন তারা।


বৃষ্টির কারণে খেলোয়াড়েরা স্বস্তিতে অনুশীলন করতে পারেননি। তবে বৃষ্টি থামার কিছুক্ষণ পর, মিরপুর একাডেমি মাঠের দিকে ছুটে যান সংবাদকর্মীরা। যেখানে পাশাপাশি নেটে অনুশীলন করছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আর সেটাই যেন মিরপুরে দিনের সেরা দৃশ্য হয়ে উঠল।



promotional_ad

আঙুলের চোটে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে ছিলেন না সাকিব। গত বৃহস্পতিবার চোট কাটিয়ে দীর্ঘ ৩৪ দিন পর বোলিং অনুশীলন করেছিলেন এই ক্রিকেটার। তাছাড়া আজও একাডেমি মাঠে বোলিং দিয়ে শুরু করেছিলেন আর শেষ করলেন সাদামাটা ব্যাটিং অনুশীলন করে।


মোট ৩৬ দিনের বিরতির পর ব্যাট হাতে অনুশীলন করলেন সাকিব। তবে অনুশীলনকালীন তার মাথায় ছিল না কোন হেলমেট বা পায়ে ছিল না প্যাডজোড়া। এতেই স্পষ্ট ধারণা মেলল ব্যাটিংয়ের জন্য বিশ্বসেরা অলরাউন্ডার প্রস্তুত হয়ে উঠছেন। 


কোমরের চোটে আফগানিস্তান টেস্ট খেলতে পারেননি তামিম। গত কদিনই ব্যাটিং অনুশীলন করেছেন ওয়ানডে অধিনায়ক। তবে সাকিবের পাশের নেটে আজ আরও প্রাণবন্ত তামিমকেই যেন দেখা গেল, যা সেরে ওঠার বার্তাও দিচ্ছে। এর আগের দুইদিন অবশ্য নেটে অনুশীলনের সময় খানিকটা অস্বস্তিবোধ করেন তিনি।



সাকিব ও তামিমের চোট নিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে বলেন, 'আপনারা যা জানেন, আমিও তা জানি। এই মুহূর্তে ওরা বেশী ঝুঁকি নিয়ে ট্রেনিং করছে না। ফিটনেস ট্রিনিং করছে, ক্লোসড ডোরে ফিটনেস নিয়ে কাজ করছে। এই মুহূর্তে ওদের পুনর্বাসন প্রক্রিয়া চলছে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball