ছোট রান-আপে বোলিং অনুশীলন শুরু সাকিবের

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চোটে থাকা সাকিব আল হাসান এতদিন অনুশীলন করেছেন শুধু ফিটনেস নিয়েই। বিগত কয়েকদিন রানিং ছাড়া আর কিছু করতে দেখা যায়নি তাকে। তবে এবার বোলিংটাও শুরু করলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। বৃহস্পতিবার মিরপুরের ইনডোরে বোলিং করেছেন এই অলরাউন্ডার।
বৃহস্পতিবার মিরপুর এসে শুরুতে বিসিবির ট্রেনারকে সঙ্গে নিয়ে লম্বা সময় রানিং সেশন করেন সাকিব। এরপর চলে যান ইনডোরে। সেখানে স্পিন কোচ রঙ্গনা হেরাথের অধীনে বোলিং শুরু করেন সাকিব।
প্রায় ৩০ মিনিটের মত বোলিং অনুশীলন চালিয়ে যান এই অলরাউন্ডার। তবে দুই ভাগে এই অনুশীলন শেষ করেন তিনি।শুরুর ভাগে কোন রান-আপ ছাড়া হেরাথকে সঙ্গে রেখে নিজের বোলিং নিয়ে কাজ করেন সাকিব। জায়গায় দাঁড়িয়ে লম্বা সময় বোলিং করেন।

এছাড়া হেরাথের সঙ্গে নিজের ল্যান্ডিং নিয়ে কাজ করতে দেখা যায় সাকিবকে। দীর্ঘক্ষণ জায়গায় দাঁড়িয়ে বোলিং শেষে বিরতি নেন। এরপর ছোট ছোট রান আপ নিয়ে আরও খানিকক্ষণ টানা বোলিং করেন এই অলরাউন্ডার।
সব মিলিয়ে ৭ ওভারের মত বোলিং শেষে সাকিব চলে যান ইনডোরে। সেখানে কিছুক্ষণ অবস্থান করে গাড়িতে ওঠে মাঠ ত্যাগ করেন সাকিব।
বিসিবির মেডিকেল বিভাগ ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছে, 'এখন সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। ধীরে-ধীরে অনুশীলনের মাত্রা বাড়বে। আপাতত অনুশীলনে কোনো বাঁধা নেই। আঙুলে কোনো সমস্যা নেই।'
চোটের কারণে আপাতত আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্টে খেলতে পারছেন না সাকিব। তবে সাকিবের অনুশীলন দেখা আশা করা যাচ্ছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরবেন এই অলরাউন্ডার।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমি এক্স রে দেখেছি। দেখে মনে হয়েছে ঠিক আছে। আমরা আশাবাদী ওয়ানডে সিরিজ থেকে সে খেলতে পারবে।'
এদিকে সাকিবের সঙ্গে বোলিংয়ের সময় থাকা একজন ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'সাকিব ভাই ৭ ওভারের মত বোলিং করেছেন, তবে বড় রান আপে নয়। জায়গায় দাঁড়িয়ে করেছেন, দেখছিলেন নিজেকে। বোলিংয়ের সময় তেমন কোন সমস্যা হয়নি তার।'