তবে কি ছিটকে গেলেন তামিম?

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কোমরের চোট আগে থেকেই অস্বস্তিতে রেখেছিল তামিম ইকবালকে। শঙ্কা ছিল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে খেলাও। কিন্তু শেষ পর্যন্ত সেই শঙ্কাই হয়তো সত্যি হতে চলেছে। যদিও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বিসিবির থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত হওয়া যায়নি।
কোমরে ব্যথা নিয়ে রবিবার অনুশীলনে এসেছিলেন তামিম। ব্যাটিংয়ে ৩০মিনিটের বেশী সময় দেননি এই ওপেনার। নকিংয়ে বেশীরভাগ শট ফ্রন্ট ফুটে খেলেন তিনি, এছাড়া বাড়তি কোন কিছু করতে দেখা যায়নি এই ওপেনারকে। যদিও তাকে অস্বস্তিতে ফেলতে পারে এমন ধরণের ব্যাটিং করেননি তামিম।

এর আগে জানা গিয়েছিল, মঙ্গলবার অনুশীলনে পর্যবেক্ষণ করা হবে তামিমকে। সে জন্য সকাল ১০টা বাজে মিরপুরে দলের সঙ্গে অনুশীলনেও আসেন তিনি। কিন্তু ইনডোরে গিয়ে বেশীক্ষণ ব্যাটিং করেননি এই ওপেনার।
২৫-৩০মিনিট অনুশীলন করে ড্রেসিংরুমে চলে যান তামিম। আর সিরিজের প্রথম টেস্টে তার একাদশে থাকার বিষয়টি এখনও ধোঁয়াশাতেই রয়ে গিয়েছে। যদিও সংবাদ সম্মেলনে এসে চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন, অনুশীলনে তামিমকে পর্যবেক্ষণ করা হবে, এরপর নেয়া হবে সিদ্ধান্ত।
হাথুরুসিংহের ভাষায়, 'আজ তামিম অনুশীলন করবে, এরপর বোঝা যাবে সে কেমন অনুভব করছে। সে আগে অনুশীলন করেছে এবং কিছুটা অস্বস্তিবোধ করেছে। আজ অনুশীলনের পর তার অবস্থা বোঝা যাবে। আপাতত পর্যবেক্ষনে আছে।'
এদিকে বিশ্বস্ত এক সূত্র ক্রিকফ্রঞ্জিকে নিশ্চিত করেছে, তামিম শেষ পর্যন্ত না খেললে ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানের ওপর আস্থা রাখবে ম্যানেজম্যান্ট। এছাড়া একাদশে ৩ থেকে ৪ পেসার খেলানোর ইঙ্গিত দিয়েছেন হাথুরুসিংহে।