ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের উড়ন্ত সূচনা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়েকে ৩০০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
১ ঘন্টা আগে
নারী ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এই ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রানের পুঁজি পেয়েছিল টাইগ্রেসরা। জবাবে ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে কেবল ৫১ রান তুলতে পারে মালয়েশিয়ার মেয়েরা।
এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। সাথী রানী ও রুবিয়া হায়দারের ওপেনিং জুটি থেকে আসে মাত্র ২১ রান। রুবিয়া ১০ রান করে আউট হন। আর সাথীর ব্যাট থেকে আসে ১১ রান।

ওয়ানডাউনে নেমে সুবিধা করতে পারেননি সোবহানা মুস্তারি। তিনিও ফিরে যান ১৪ রান করে। অধিনায়ক লতা মণ্ডল করেন মাত্র ৬ রান। এরপর মুর্শিদা খাতুন ও স্বর্ণা আক্তার মিলে বাংলাদেশের ইনিংস টেনেছেন। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ৩৬ রান।
স্বর্ণার ইনিংস শেষ হয় ১৩ বলে ২০ রানে। এরপর অবশ্য থিতু হতে পারেননি আরেক ব্যাটার নাহিদা আক্তার। তিনি আউট হয়েছেন মাত্র ৩ রানে। বাকি সময়টা রাবেয়া খানকে নিয়ে পাড়ি দেন মুর্শিদা। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৪ বলে ৫৭ রান করে।
মুর্শিদার ইনিংস জুড়ে ছিল ৭টি চারের মার। তার সঙ্গে ১৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন রাবেয়া। মালয়েশিয়ার হয়ে দুটি করে উইকেট নেন মাহিরা ইসমাইল, আয়েশা এলিসা ও নূর দানিয়া। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই ফিরে যান মালয়েশিয়ার ওপেনার ওয়ান জুলিয়া।
এরপর ২৯ রানের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ১৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন হামিজাহ হাশিম। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন রাবেয়া। একটি করে উইকেট নেন সুলতানা, নাহিদা, সানজিদা আক্তার ও মারুফা আক্তার।