বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে খেলবে বাংলাদেশ!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়েকে ৩০০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
১ ঘন্টা আগে
আসন্ন অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু এখনও সূচি প্রকাশ করতে পারেনি আয়োজক বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং আইসিসি। জানা গেছে, এরই মাঝে বিশ্বকাপের সূচি তৈরি করে ফেলেছে বিসিসিআই। এই সূচিটি অনুমোদনের জন্য আইসিসির কাছে পাঠিয়েছে তারা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিন (রবিবার) সে সূচির কিছু অংশ ফাঁস করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট 'ইএসপিএনক্রিনইনফো'। সূচিতে দেখা যায় বাংলাদেশের বিপক্ষে পুনেতে খেলবে বাংলাদেশ।

সেই সূচি অনুযায়ী, এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর। এ ছাড়া খসড়া সেই সূচিতে দেখা গেছে, পাকিস্তানের বিপক্ষে ৩১ অক্টোবর খেলবে বাংলাদেশ। এই ম্যাচটির ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন্স।
উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ বুমরাহ-মান্ধানা
৩ ঘন্টা আগে
খসড়া সূচি অনুযায়ী, সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। এ ছাড়া সেমিফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর।
আর আসরের ফাইনাল ম্যাচটি হবে ১৯ নভেম্বর। ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। অবশ্য সেমিফাইনালের ভেন্যু কোথায় হবে, সেটা জানা যায়নি।
এদিকে খসড়া সূচিতে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচটি রাখা হয়েছে আগামী ১৫ অক্টোবর। পাকিস্তানের আপত্তি থাকলেও সেই ম্যাচের ভেন্যু ঠিক করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকেই।