promotional_ad

সুযোগ পেলে আবারও আইপিএলে খেলতে চান স্টার্ক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হোল্ডস্টকের টিভি আম্পায়ারিং, স্যামির ‘সন্দেহ’ এবং স্টার্কের স্বীকারোক্তি

২৭ জুন ২৫
রস্টন চেজের বিপক্ষে লেগ বিফোর উইকেটের আবেদন করছেন প্যাট কামিন্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অর্থের ঝনঝনানি থেকে নিজেদের দূরে রাখতে চাইবেন না কোনও ক্রিকেটারই। যদিও মিচেল স্টার্ক বারবারই বলেছেন ভিন্ন কথা। আইপিএলের কাড়ি কাড়ি টাকার চাইতে অস্ট্রেলিয়ার হয়ে খেলার গুরুত্বের কথা অনেকবারই বলেছেন তিনি। এমনকি কয়েকদিন আগেও বলেছিলেন আইপিএলে খেলার চেয়ে একশ টেস্ট খেলাটাই তার কাছে গুরুত্বপূর্ণ। এবার স্টার্ক বললেন, সুযোগ মিললে আবারও আইপিএলে খেলতে চান তিনি। তবে জাতীয় দলই থাকছে তার প্রাধান্যের চূড়ায়।


অবশ্য অনেক আগেই আইপিএল অভিষেক হয়ে গেছে স্টার্কের। ২০১৪ এবং ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন তিনি। এরপর ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স দলে ভেড়ায় তাকে।


promotional_ad

কলকাতার জার্সিতে অবশ্য মাঠেই নামা হয়নি স্টার্কের। ডান পায়ের পেশিতে ব্যথার কারণে সেই আসরে আইপিএল খেলতে যাননি এই পেসার। না খেলেও পাওনা টাকা পেতে ২০১৯ সালে বিমা কোম্পানির বিরুদ্ধে মামলা করেছিলেন এই অস্ট্রেলিয়ান।


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় আবারও সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’

৩ ঘন্টা আগে
টানা দু'বার এই সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল, ফাইল ফটো

সেই মামলা জেতার পর আর আইপিএলের ধারে কাছেও দেখা যায়নি স্টার্ককে। অথচ তিনি আইপিএলে না খেললেও মিলিয়ন ডলারের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে যাচ্ছেন তার অজি সতীর্থরা। আর স্টার্ক মনোনিবেশ করছেন টেস্ট ক্রিকেটে।


সম্প্রতি আইপিএলে আবারও খেলতে চান কিনা এমন এক প্রশ্নের জবাবে স্টার্ক বলেন, আবারও আইপিএল খেলতে পারলে অবশ্যই আমার ভালো লাগবে। তবে লম্বা সময়ের জন্য আমার মূল লক্ষ্য হচ্ছে অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য নিজের সেরা অবস্থানে থাকা। কোন ফরম্যাটে খেলব সেটা ব্যাপার না।’


'আমার অনেক কাছের মানুষের কাছে ব্যাগি গ্রিন ক্যাপ পরা আমার জন্যে সম্মানের। এভাবেই আমি বেড়ে উঠেছি। ম্ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও দারুণ। তবে আপনি কখনোই ১২ মাসের জন্য বিক্রি হতে পারেন না। আমি খুবই ভাগ্যবান যে দেশের হয়ে দশ বছরের বেশি সময় খেলেছি।'


সংক্ষিপ্ত ক্যারিয়ারের আইপিএলে মোটে ২৭ ম্যাচ খেলেছিলেন স্টার্ক। ৭.১৭ ইকোনমি রেটে ৩৪টি উইকেট নেন এই বাঁহাতি পেসার। সেরা বোলিং ফিগার ১৫ রানে চার উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball