২ বছর পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে করুনারত্নে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ছাড়ার আগে ‘প্রাণ হারানো’র ভয়ে ছিলেন হাথুরুসিংহে
২১ এপ্রিল ২৫
দীর্ঘ ২ বছর পর শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন দিমুথ করুনারত্নে। তাকে নিয়েই আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট শ্রীলঙ্কা।
চোটের কারণে লম্বা সময় ধরেই ক্রিকেটের বাইরে আছেন দুশমান্থ চামিরা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে খেলার সময় চোট পেয়েছিলেন তিনি। সেই চোট কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেটে ফিরছেন ডানহাতি এই পেসার।
ওয়ানডে সিরিজের দলে একমাত্র অনভিষিক্ত ক্রিকেটার দুশান হেমান্থা। লেগ স্পিনের সঙ্গে ব্যাটিংটাও বেশ ভালোই পারেন তিনি। দল থেকে বাদ পড়েছেন দুনিথ ওয়েলালাগে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলে নেই উইকেটরক্ষক ব্যাটার কুশাল পেরেরার।

২০১৯ বিশ্বকাপের আগে হুট করে করুনারত্নেকে অধিনায়ক করা হয়েছিল। চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে আরেকটি ৫০ ওভারের বিশ্বকাপ। এই বিশ্ব আসরেও করুনারত্নের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় শ্রীলঙ্কা।
আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির
১৪ মার্চ ২৫
এ কারণেই তাকে দলে ফেরানো হয়েছে। সেই কথা ভেবে এই বছরের শুরু থেকেই ওয়ানডে দলে আছেন আরেক অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। মিডল অর্ডার সামলাচ্ছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার ধনঞ্জয়া ডি সিলভা।
ধারণা করা হচ্ছে পাথুম নিশাঙ্কার সঙ্গে শ্রীলঙ্কার ইনিংস শুরু করতে দেখা যাবে করুনারত্নেকে। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে নিশাঙ্কার ওপেনিং সঙ্গী ছিলেন নুয়ানিডু ফার্নান্দো। এই সিরিজের দলের জায়গা হয়নি তার।
শ্রীলঙ্কা স্কোয়াড-
দাসুন শানাকা (অধিনায়ক), কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথা আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুনারত্নে, দুশান হেমান্থা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, দুশমান্থ চামিরা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা ও মাহিশ থিকশানা।