promotional_ad

আয়ারল্যান্ড টেস্টে খেলা হচ্ছে না অ্যান্ডারসন-রবিনসনের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাইটহুড পাচ্ছেন জেমস অ‍্যান্ডারসন

১২ এপ্রিল ২৫
ল্যাঙ্কাশায়ারের জার্সিতে জেমস অ্যান্ডারসন, ফাইল ফটো

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট থেকে ছিটকে গেছেন জেমস অ্যান্ডারসন ও অলিভার রবিনসন। ইনজুরির কারণে ইংলিশ গ্রীষ্মের প্রথম ম্যাচে খেলা হচ্ছে না এই দুই পেসারের।


আগামী ১ জুন (বৃহস্পতিবার) লর্ডসে শুরু হবে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের একমাত্র টেস্ট। এই ম্যাচে অভিজ্ঞ দুই পেসারকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম।


promotional_ad

গ্ল্যামরগনের বিপক্ষে সাসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান রবিনসন। অপরদিকে বর্ষীয়ান পেসার অ্যান্ডারসন ভুগছেন কুঁচকির চোটে। ইনজুরি থাকা সত্ত্বেও দুজনকেই রাখা হয়েছিল আইরিশদের বিপক্ষে টেস্ট স্কোয়াডে।


ম্যাককালাম বলেন, 'আমাদের দলে কয়েক জনের চোট স???স্যা আছে। এই মুহূর্তে তাদের পর্যবেক্ষণ করছি। সিরিজ খেলতে যাওয়া সব দলেরই কিছু সমস্যা থাকে, যেগুলো নিয়ে কাজ করতে হয়। তবে আমরা বেশ আত্মবিশ্বাসী যে, ভালো একটি স্কোয়াড থাকবে, যেখান থেকে বাছাই করতে পারব।'


'অ্যাশেজের প্রথম টেস্টের জন্য আমার মনে হয়, তারা (অ্যান্ডারসন ও রবিনসন) ফিট থাকবে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার জন্য ফিট থাকবে না। পরবর্তী কিছুদিন পর্যবেক্ষণ করতে হবে। স্কোয়াডে দারুণ কিছু বিকল্প আমরা পেয়েছি।'


আগামী ১৬ জুন এজবাস্টনে শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। মূলত এই সিরিজের আগে অ্যান্ডারসন এবং রবিনসনকে নিয়ে কোনোপ্রকার ঝুঁকি নিতে চান না ম্যাককালাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball