promotional_ad

পাকিস্তানকে উসমানের 'না', দেখাতে চান প্রতিভা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টানা পাঁচ হারে তলানিতেই থাকল ঢাকা

৯ জানুয়ারি ২৫
চিটাগং কিংসকে জিতিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ মিঠুন ও শামীম হোসেন পাটোয়ারী, ক্রিকফ্রেঞ্জি

বিপিএলের কারণে বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিত মুখ উসমান খান। গত আসরে তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দারুণ এক সেঞ্চুরি করে আলোচনায় আসেন। সেই ম্যাচে ৫৮ বলে ১০৩ রানের ইনিংস খেলে চট্টগ্রামকে তিনি ৯ উইকেটে জিতিয়েছিলেন।


শুধু বিপিএলই নয়, পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) তিনি নিয়মিত মুখ। এরই মধ্যে খেলেছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও মুলতান সুলতান্সের হয়ে। ব্যাট হাতে নিয়মিত পারফরম্যান্সও করেন তিনি। এই ব্যাটারের জন্ম পাকিস্তানে হলেও সংযুক্ত আরব আমিরাতের জার্সি গায়ে দেয়ার স্বপ্ন তার। 


পাকিস্তানের বিপক্ষেই পারফর্ম করে প্রতিভা দেখাতেন চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই লক্ষ্যের কথা জানিয়েছেন উসমান। ভালো পারফরম্যান্সের পরও পাকিস্তান দলের নির্বাচকরা তার দিকে তাকায়নি। এ কারণে আক্ষেপ করেই এই কথা বলেছেন তিনি। 


promotional_ad

উসমান বলেন, ‘পাকিস্তানে কেউ আমার দিকে তাকিয়েও দেখে বলে মনে হয় না। সেখানে আমি একটা সুযোগও পাইনি। এ কারণে আমি অন্য কোথাও সুযোগ নিতে চাই।’


আরব আমিরাত দলে স্থানীয় ক্রিকেটারদের সংখ্যা খুবই কম। বেশিরভাগ ক্রিকেটারই উপমহাদেশের। তবে হুট করেই দলটির হয়ে খেলার কোনো সুযোগ নেই। আরব আমিরাতের হয়ে খেলতে অন্তত ৩ বছর দেশটিতে অবস্থান করতে হবে কোনো ক্রিকেটারকে। 


উসমানও সেই লক্ষ্যেই এগোচ্ছেন। সারা বিশ্বে যখন করোনা মহামারি চলছে। উসমানেরও খেলা বন্ধ হয়ে গিয়েছিল। তখনই তিনি আরব আমিরাতে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত। সেখানেই জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। দ্রুতই সেই স্বপ্ন সত্যি হবে বলে মনে করেন এই ডানহাতি ব্যাটার।


উসমান বলেন, ‘করোনা মহামারির সময় পাকিস্তানে ক্রিকেট খেলা কমে গেল। আমাকে কেউ খেলতে বলল না। এরপর সিদ্ধান্ত নিই আরব আমিরাতে ক্যারিয়ার গড়ব। এখানে পরিশ্রম করে যাওয়ার লক্ষ্য আমার। যেন ইউএইর হয়ে খেলার যোগ্য হয়ে উঠতে পারি।’


পিএসএলের গত আসরেই মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে চমকে দেন সবাইকে। এটি পিএসএলের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও বটে। আশা ছিল এমন পারফরম্যান্সের পর পাকিস্তান দলে ডাক পাবেন। সাইম আইয়ুব-ইকরাম আলীরা সুযোগ পেলেও ব্রাত্য থেকে যান উসমান।


সেই আক্ষেপ থেকেই পাকিস্তানকে রীতিমতো দেখিয়ে দেয়ার হুমকি দিয়েছেন তিনি। উসমান বলেন, ‘পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন আমি দেখি না। আমার স্বপ্ন আরব আমিরাতের হয়ে খেলা। একদিন আমি পাকিস্তানের বিপক্ষে খেলে আমার প্রতিভা দেখিয়ে দিতে চাই। আমি সেই সময়ের অপেক্ষায় আছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball