promotional_ad

কভেন্ট্রির ১৪ বছরের রেকর্ড ভাঙলেন আরভিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ নিয়ে অবস্থান স্পষ্ট করতে ভারতকে এসিসির চিঠি

৫ ঘন্টা আগে
বাবর আজম ও রোহিত শর্মা, আইসিসি

২০০৯ সালে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের বিপক্ষে ১৫৬ বলে ১৯৪ রানের ইনিংস খেলেছিলেন চার্লস কভেন্ট্রি। সেই ইনিংসটিই ১৪ বছর ধরে লিস্ট 'এ' ক্রিকেটে কোনো জিম্বাবুয়ে ব্যাটারের সর্বোচ্চ ইনিংস হিসেবে টিকে ছিল। 


শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তান শাহীন্সের বিপক্ষে আনঅফিসিয়াল ওয়ানডেতে ক্রেইগ আরভিন ১৪৯ বলে ১৯৫ রানের ইনিংস খেলেছেন। আর তাতেই কভেন্ট্রিকে ছাড়িয়ে গেছেন তিনি। তার এই ইনিংস জুড়ে ছিল ২২টি চার ও ৬টি ছক্কার মার।


promotional_ad

হাতছানি দিচ্ছিল প্রথম জিম্বাবুইয়ান হিসেবে ডাবল সেঞ্চুরির। তবে ইনিংসের ৫০ তম ওভারের পঞ্চম বলে রান আউট হলে সেই স্বপ্ন আর পূরণ হয়নি তার। অবশ্য যা করেছেন তাই জিম্বাবুয়ের ক্রিকেটের ইতিহাস হয়ে রয়ে যাবে। আরভিনের দারুণ ব্যাটিংয়ে ভর করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৮৫ রান করেছে জিম্বাবুয়ে।


আরো পড়ুন

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মহারাজ, অধিনায়ক মুল্ডার

২ জুলাই ২৫
উইকেট পাওয়ার পর মহারাজের উদযাপন

এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না জিম্বাবুয়ের। তারা কোনো রান যোগ করার আগেই ওপেনার জয়লর্ড গাম্বির উইকেট হারায়। যদিও ইনোসেন্ট কাইয়া ও আরভিন মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১৮৭ রান। কাইয়া ৭৯ বলে ৯২ রান করে আউট হন।


এরপরই শুরু হয় জিম্বাবুয়ের ব্যাটারদের আসা যাওয়া। এর মধ্যেই পাকিস্তান বল টেম্পারিং করে ধরা পড়ে। ফলে তাদের ৫ রান জরিমানাও করা হয় তৎক্ষণাৎ। জিম্বাবুয়ের বাকি ব্যাটারদের মধ্যে সিকান্দার রাজার ব্যাট থেকে আসে ১৯ বলে ১৫ রান। অধিনায়ক শেন উইলিয়ামস ২৫ বলে ২০ রান করে আউট হন।


শেষদিকে রায়ান বার্লের ১৮ বলে ৩১ রানে ভড় করে জিম্বাবুয়ের সংগ্রহ সাড়ে তিনশ পেরিয়ে যায়। পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ আলী, আমির জামাল নেন দুটি করে উইকেট।  একটি করে উইকেট নেন মুবাসসির খান ও কাশিম আকরাম। এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান শাহীন্সের সংগ্রহ ১২.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball