promotional_ad

ইংল্যান্ড ক্রিকেট ছেড়ে কোথাও যাচ্ছি না: রয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিপিএল খেলতে সিলেটে পা রাখলেন জেসন রয়

৭ জানুয়ারি ২৫
জেসন রয়কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে ঢাকা, ঢাকা ক্যাপিটালসের ফেসবুক পেজ

ইংল্যান্ডের ক্রিকেট ছেড়ে কোথাও যাচ্ছেন না জেসন রয়। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলতে চাইলেও ইংল্যান্ডের হয়ে খেলাটাই তার কাছে প্রাধান্য পাবে বলে জানিয়েছেন এই ওপেনার।


রয়কে নিয়ে সম্প্রতি এক সংবাদ করেছিল দেশটির জনপ্রিয় গণমাধ্যম ডেইলি মেইল। তাদের দাবি, মেজর লিগে খেলার জন্যই ইংল্যান্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন না রয়। এরপর বিশ্বজুড়ে আরও অনেক গণমাধ্যমই এই খবর ফলাও করে প্রচার করে।


প্রকাশিত খবর অনুযায়ী লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সঙ্গে নাকি দুই বছরের চুক্তিতে গেছেন রয়। বিনিময়ে পাচ্ছেন তিন লাখ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার কোটি)। এই চুক্তির বিষয়টি অবশ্য খোলাসা করেননি রয়।


promotional_ad

তবে ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। টুইটারে তিনি লিখেন, 'ইংল্যান্ডের হয়ে আরও অনেক বছর খেলার আশা রাখি আমি। যেহেতু ইংল্যান্ডের সূচির সঙ্গে সার্ঘষিক হচ্ছে না, তাই কেন্দ্রীয় চুক্তিবিহীন এক সংস্করণের ক্রিকেটার হিসেবে আমি এই টুর্নামেন্ট (এমএলসি) খেলার সুযোগটি নিতে চাই।'


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

'কেন্দ্রীয় চুক্তিতে আমি সিঙ্গেল ফরম্যাট প্লেয়ার হিসেবে আছি। সুতরাং ইংল্যান্ডের খেলার সঙ্গে যেসব খেলার কোনো সংঘর্ষ হবে না, সেসব জায়গায় আমি খেলে যেতে চাই। এটা আমাকে যেমন ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ দেবে, তেমনি আমাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটেও রাখবে।'


বর্তমানেও ইসিবির চুক্তিতে আছেন রয়। যেখানে প্রতি বছর ৬৬০০০ পাউন্ড পাচ্ছেন তিনি। এই বছরের অক্টোবরে শেষ হতে যাচ্ছে সেই চুক্তি। জাতীয় দলের সঙ্গে নতুনভাবে কেন্দ্রীয় চুক্তিতে যাওয়ার সম্ভাবনা অবশ্য নেই রয়ের। তবে ৩২ বছর বয়সী এই ওপেনার খেলতে চান আসন্ন ভারত বিশ্বকাপও।


রয় আরও লিখেন, 'এই বিষয়টি পুরোপুরি পরিষ্কার করতে চাই, আমার কাছে ইংল্যান্ডের হয়ে খেলাই প্রাধান্য পাবে। সামনে বিশ্বকাপ আছে। আমি মনে করি আমার জন্যে বা যেকোনো ক্রিকেটারের জন্যে নিজের দেশের হয়ে খেলাটা দারুণ সম্মানের।'


কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত সময় কাটিয়েছেন রয়। সাকিব আল হাসানের বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন তিনি। দলটির হয়ে ৮ ম্যাচে ৩৫.৬২ গড়ে করেছেন ২৮৫ রান। দুটি হাফ সেঞ্চুরিও করেছেন ডানহাতি এই ওপেনার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball