promotional_ad

গা বাঁচিয়ে খেলা আমার পক্ষে সম্ভব না: তাসকিন

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠানো হচ্ছে তাসকিনকে

১৮ ঘন্টা আগে
অনুশীলনে তাসকিন আহমেদ, বিসিবি

চোটের কারণে ক্যারিয়ারের অনেকটা সময় হারিয়ে গেছে তাসকিন আহমেদের। এই চোটের কারণেই ২০১৯ বিশ্বকাপে খেলা হয়নি এই পেসারের। তবে সব বাঁধা পেরিয়ে আবারও লাল-সবুজের জার্সি গায়ে দিয়েছেন তিনি। হয়ে উঠেছেন বাংলাদেশের পেস বোলিং আক্রমণের নেতা।


সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজেও চোটের কারণে দলের বাইরে ছিলেন তিনি। অবশ্য ফিট হয়ে আফগানিস্তানের বিপক্ষেই ফিরছেন তিনি। মঙ্গলবার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে এসেছিলেন তিনি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন তার পক্ষে গা বাঁচিয়ে খেলা সম্ভব নয়।


promotional_ad

তিনি বলেন, ‘গা বাঁচিয়ে খেলা আমার জন্য সম্ভব নয়। বল হাতে নিয়ে খেলতে নামলে এটা মাথায় থাকেই না যে কীভাবে নিরাপদে খেলা যায়। আরও তো আমি পেস বোলার। লাল-সবুজের হয়ে খেলাটা অনেক গর্বের একটা ব্যাপার। শুধু এটা না, ক্রিকেটটাই আসলে। তো যখন খেলতে নামি, মাথায় এটা থাকে না যে সামনে বড় ইভেন্ট আছে না কী আছে। আল্লাহ্‌ যাতে সুস্থ রাখেন, এটাই সবসময় দোয়া করি। ’


আরো পড়ুন

২৫৫ রানে থামল বাংলাদেশ, জিম্বাবুয়ের লক্ষ্য ১৭৪

৪৪ মিনিট আগে
৫৮ রান করে জাকের আলী অনিক, ক্রিকফ্রেঞ্জি

করোনা পরিস্থিতিতে ক্রিকেট যখন থমকে গিয়েছিল তাসকিন তখন ফিটনেস নিয়ে কাজ করেছেন। তাসকিন এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াকে 'প্রসেস' ভেবেই এগোচ্ছেন। কঠিন সময়ে??? তিনি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখেছিলেন। এই পেসার মনে করেন তারই প্রতিদান পাচ্ছেন তিনি।


তাসকিন বলেন, ‘ইনজুরির কারণে দলের বাইরে থাকার স্বাদটা কখনোই আনন্দদায়ক নয়। ক্রিকেটার হিসেবে খারাপ লাগে। ২০১৯ বিশ্বকাপে যখন বাদ পড়েছিলাম, ওই মুহুর্তটা খুব দুঃখজনক ছিল আমার জন্য বিষয়টা। তবে এখন বুঝতে পারি, আল্লাহ্‌ যা করেন ভালোর জন্যই করেন।'


নিজের পরিবর্তন নিয়ে তাসকিনের ভাষ্য, 'নিজের ওয়ার্ক এথিকস, প্রসেস কিছুটা বদলেছে। যা আমার জন্য ক্রিকেটার হিসেবে খুব গুরুত্বপূর্ণ। এখন আল্লাহর রহমতে অনেক ভালো প্রসেসে আছি। এটাই একটা আত্মবিশ্বাস থাকে যে, আমি নিজের শতভাগ দিচ্ছি প্রসেসের ক্ষেত্রে। তাই ভালো কিছু হবে আশা করছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball