promotional_ad

ছিটকে গেলেন জাকের-রাজা, ডাক পেলেন শুক্কুর-খালেদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম আন অফিসিয়াল টেস্টে ফলো অনে পড়েও শেষ পর্যন্ত ড্র করেছে বাংলাদেশ 'এ' দল। এই ম্যাচে দায়িত্বশীল ব্যাটিং করে আলো ছড়িয়েছিলেন জাকের আলী। যদিও সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে পাচ্ছে না বাংলাদেশ।


এই টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ 'এ' দলের পেসার রেজাউর রহমান রাজাও। এরই মধ্যে এই দুই ক্রিকেটারের বদলি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার ইরফান শুক্কুর ও পেসার খালেদ আহমেদ।


promotional_ad

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ২ নম্বর মাঠে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের দ্বিতীয় আন অফিসিয়াল টেস্ট ম্যাচটি। জানা গেছে নেটে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছেন জাকের। এর ফলে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট।


এ কারণেই তাকে টেস্ট দলের বাইরে পাঠিয়ে দেয়া হয়েছে। বিসিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে টিম ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানিয়েছেন, ৪৮ ঘণ্টা মেডিকেল টিমের পর্যবেক্ষণে রাখা হবে তাকে। এরপরই তাকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।


রাজা অবশ্য প্রথম টেস্টেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন। এরপর অনুশীলনে তিনিও মাথায় আঘাত পান। তাকেও এ কারণে ছিটকে যেতে হয়েছে। ঢাকায় ফেরার পর তার এমআরআই করানো হবে বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে।


দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের স্কোয়াড: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন, নাঈম হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, খালেদ আহমেদ, তানজিম হাসান, রিপন মণ্ডল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball