‘অবসর ভেঙে ফিরে আসছি, পরের বছর দেখা হবে’, কোহলিকে গেইল
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আসল সময়েই কোহলির বুদ্ধি খুলে যায়’
২০ জুলাই ২৫
কয়েকদিন আগেও আইপিএলে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি ছিল ক্রিস গেইলের। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সেঞ্চুরি করে গেইলের পাশে জায়গা করে নিয়েছিলেন কোহলি। এবার গুজরাট টাইটান্সের বিপক্ষে সেঞ্চুরি করে গেইলকে ছাড়িয়ে গেলেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক সতীর্থ কোহলি তাকে ছাড়িয়ে যাওয়ায় দারুণ আনন্দিত 'ইউনিভার্স বস'।
এম চিন্বাস্বামী স্টেডিয়ামে রোববার প্রথম পর্বের শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে দারুণ ব্যাটিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১৯৭ রানে পৌঁছে দেন কোহলি। ১৩ চার ও একটি ছক্কায় তিনি খেলেন ৬১ বলে ১০১ রানের ইনিংস।

একইসঙ্গে আইপিএলে নিজের সপ্তম সেঞ্চুরিও তুলে নেন কোহলি। টুর্নামেন্টের পুরো ইতিহাসে তার চেয়ে বেশি সেঞ্চুরির স্বাদ পাননি আর কেউই। তার আগের ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১০০ রান করে ৬ সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইলের পাশে জায়গা নেন তিনি।
৪০০ করার সুযোগ পেলে আমি করে ফেলতাম: গেইল
৯ জুলাই ২৫
এমন পারফরম্যান্স দেখার পর গেইল বলে, 'বিরাট কোহলিকে কখনো সন্দেহ করবেন না। অসাধারণ ইনিংস। দারুণ খেলেছে সে। বিরাট তার দলকে জেতার মতো একটি অবস্থানে নিয়ে গেছে।'
মজার ছলে গেইল আরও বলেন, 'বিরাট এবং ফাফ খুবই ভালো ব্যাটিং করেছে। তবে কোহলি এ দিন একটু বেশিই ভালো খেলেছে। খুব দারুণ একটি ইনিংস খেলেছে। সে ইউনিভার্স বসকে অতিক্রম করেছে। আমি অবসর থেকে ফিরে আসছি। পরের বছর দেখা হবে বিরাট।'
আইপিএলের এবারের মৌসুমে এটা কোহলির দ্বিতীয় সেঞ্চুরি। মিলিয়ন ডলারের আইপিএলে নিজের সপ্তম সেঞ্চুরি তুলে নিতে কোহলি খেলেছেন ২৩৭টি ম্যাচ। ছয়টি সেঞ্চুরি করতে গেইল অবশ্য খেলেছিলেন ১৪২টি ম্যাচ।