আফ্রিদিকে পাল্টা জবাব দিলেন শেঠি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার
২৭ ফেব্রুয়ারি ২৫
এশিয়া কাপ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দীর্ঘদিন ধরেই এই টুর্নামেন্টকে ঘিরে বিভিন্ন মন্তব্য করে আলোচনায় আছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। অবশ্য বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন মন্তব্যের জন্য তার সমালোচনা করেছিলে শহীদ আফ্রিদি।
তিনি শেঠিকে পরামর্শ দিয়েছিলেন নিজের কথায় স্থির থাকতে। এমনকি ভারতে গিয়ে বিশ্বকাপ জেতার জন্য পাকিস্তানের ক্রিকেটারদের পরামর্শ দিয়েছিলেন তিনি। এবার আফ্রিদিকে জবাব দিয়েছেন শেঠি। পাকিস্তান দল ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না তা সরকারের সিদ্ধান্তের ওপর বলে জানিয়েছেন তিনি।

নিজেদের অবস্থানের কথা পরিষ্কার করে পিসিবি সভাপতি বলেন, 'আমাদের দলের বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত শহিদ আফ্রিদি, জয় শাহ বা আমার নয়। ভারতীয় দলের সিদ্ধান্ত ভারতের সরকারের হাতে। আর পাকিস্তান দলের সিদ্ধান্ত পাকিস্তান সরকারের হাতে।'
সরকারের পক্ষ থেকে সবুজ সঙ্কেত পেলে ভারতের যেতে কোনো আপত্তি নেই বলেই জানিয়েছেন শেঠি। তার ভাষ্য, 'পাকিস্তান সরকার যদি বলে আমাদেরকে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে, আমরা অবশ্যই যাব।'
এর আগে শেঠির সমালোচনা করে আফ্রিদি বলেছিলেন, ‘আমি বুঝতে পারছি না তিনি কেন ভাবছেন, সব জায়গায় সাক্ষাৎকার দিয়ে বেড়াতে হবে। আমি বিশ্বাস করি পিসিবি চেয়ারম্যানের চেয়ারটা সাহসী মনোবলের হবে, যেন কেউ চ্যালেঞ্জ করলে পাল্টা যুক্তি দেওয়া যায়।'
'সিদ্ধান্ত বদল করলে সেটা যেন নির্ভুল হয়। কোনো সিদ্ধান্ত বদলাতে হলে সুনির্দিষ্টভাবে বদলাতে হবে। আপনি কি কারও সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেন, নাকি কার সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন, সে অনুযায়ী কথা বলেন?’