promotional_ad

গ্রিনের সেঞ্চুরিতে প্লে অফের সমীকরণে টিকে রইল মুম্বাই

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়

১৪ ঘন্টা আগে
বল হাতে ৪ উইকেট নিয়েছেন মুকেশ কুমার, বিসিসিআই

প্লে অফে জায়গা নিশ্চিত করতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না মুম্বাই ইন্ডিয়ান্সের। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের ম্যাচে। সেই ম্যাচে বেঙ্গালুরু জিততে তারাই প্লে অফে।


আর বেঙ্গালুরু হারলেই কপাল খুলে যাবে মুম্বাইয়ের। এমন সমীকরণেই ২০১ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৭ উইকেটে জিতেছে মুম্বাই। এমন জয়ের  ফলেই প্লে অফের আশা বেঁচে রয়েছে মুম্বাইয়ের। সেই সঙ্গে বেঙ্গালুরুতে গত রাত থেকেই বৃষ্টি ঝরছে। সেটাও মুম্বাইয়ের প্লে অফে যাওয়ার আশার পালে হাওয়া দিচ্ছে।


promotional_ad

বড় লক্ষ্যে খেলতে নেমে মুম্বাইকে ভালো শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। ব্যক্তিগত ১৪ রানে ফিরে যান ইশান কিশান। এরপর রোহিত শর্মাকে নিয়ে মুম্বাইয়ের ইনিংস টেনে নিয়ে যান ক্যামেরন গ্রিন। এই দুজনে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১২৮ রান।


আরো পড়ুন

রোহিত-সূর্যকুমারের ঝড়ের সামনে চেন্নাইয়ের আরো একটি হার

২০ এপ্রিল ২৫
৪৫ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৭৬ রানে অপরাজিত থাকেন মুম্বাইয়ের 'ইমপ্যাক্ট প্লেয়ার' রোহিত শর্মা, ফাইল ফটো

রোহিত ফেরান ৩৭ বলে ৫৬ রান করে। এরপর সূর্যকুমার যাদবকে নিয়ে মুম্বাইয়ের জয় নিশ্চিত করেন গ্রিন। তিনি অপরাজিত ছিলেন ৪৭ বলে ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে। সূর্যকুমার ১৬ বলে ২৫ রান করে গ্রিনকে দারুণ সঙ্গ দিয়েছেন।


এই ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ভিভ্রান্ত শর্মা ও মায়াঙ্ক আগারওয়াল। এই দুই ওপেনার মিলেই প্রায় ১৪ ওভারে যোগ করেছেন ১৪০ রান। যদিও পরের ব্যাটারদের ব্যর্থতায় সংগ্রহটাকে দুইশোর বেশি বাড়তে পারেনি দলটি।


ভিভ্রান্ত ৪৭ বলে ৬৯ রান করে আউট হয়েছেন। তার ইনিংস জুড়ে ছিল ২টি ছক্কা ও ৯টি চারের মার। আরেক ওপেনার মায়াঙ্ক করেন ৪৬ বলে ৮৩ রান। এরপর হ্যানরিখ ক্লাসেনের ১৩ বলে ১৮ ও অধিনায়ক এইডেন মার্করামের ৭ বলে ১৩ রান ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি।


মুম্বাইয়ের বোলারদের মধ্যে একাই ৪ উইকেট নিয়েছেন আকাশ মাধওয়াল। নিজের শেষ ওভার করতে এসে টানা দুই বলে তিনি ফিরিয়েছেন ক্লাসেন ও হ্যারি ব্রুককে। এ ছাড়া একটি উইকেট নিয়েছিলেন ইংলিশ পেসার ক্রিস জর্ডান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball