‘ভারতে গিয়ে বিশ্বকাপ জিতে বিসিসিআইকে চড় দাও’, বাবরদের আফ্রিদি
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে হেসন
২২ এপ্রিল ২৫
এশিয়া কাপের ভেন্যু নিয়ে জটিলতা কাটেনি। দিন দিন পরিস্থিতি আরও জটিল হচ্ছে। একইসঙ্গে ভারত বিশ্বকাপে পাকিস্তানের যাওয়া- না যাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। এসব জটিলতা ভালো লাগছে না শহিদ আফ্রিদির। পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের মতে, পাকিস্তান দলের উচিত ভারত বিশ্বকাপ জিতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) উচিত শিক্ষা দেয়া।
সূচি অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে হওয়ার কথা রয়েছে এশিয়া কাপের এবারের আসর। তবে ভারত পাকিস্তানে যেতে না চাওয়ায় বেধেছে বিপত্তি। রাজনৈতিক বৈরিতার কারণে লম্বা সময় ধরেই ভারত-পাকিস্তানের মাঝে শীতল সম্পর্ক বিদ্যমান। যার প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেটেও।

প্রায় এক দশক কেটে গেলেও হচ্ছে দুই দলের মাঝে দ্বিপাক্ষিক কোনো সিরিজ। আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্ট ছাড়া বিরাট কোহলি-বাবর আজমদের মাঠের লড়াই আর দেখা যায় না। সেটাও অবশ্য নিরপেক্ষ ভেন্যুতে। এশিয়া কাপ দিয়ে লম্বা সময় পর পাকিস্তানের মাটিতে খেলার সুযোগ ভারতের। তবে নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেখান থেকে সরিয়ে দাঁড়িয়েছে তারা।
বিসিসিআইয়ের চাওয়া অনুযায়ী তাদেরকে নিরপেক্ষ ভেন্যু দিয়ে ‘হাইব্রিড’ মডেলের প্রস্তাও দিয়েছিল পাকিস্তান। যদিও সেটা ফলপ্রসূ হয়নি। নাজাম জানিয়েছেন, ভারতের চাওয়া পুরো টুর্নামেন্ট হোক পাকিস্তানের বাইরে। পিসিবি অবশ্য নিজেদের খেলাগুলো ঘরের মাঠে খেলতে চেয়েছিল।
এরপর নাজাম শেঠি ইংল্যান্ডে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাবও দিয়েছেন। পাকিস্তানের সিদ্ধান্ত না মানলে ভারত বিশ্বকাপ বয়কটের ঘোষণাও দিয়েছেন নাজাম শেঠি। সবকিছু মিলিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে।
এসবে বিরক্ত হয়ে আফ্রিদি বলেন, ‘আমি বুঝতে পারছি না, তারা (পিসিবি) কেন এত অনমনীয় হয়ে আছে আর বলে যাচ্ছে যে আমরা ভারতে খেলতে যাব না। বিষয়টি তাদের সরলভাবে দেখা উচিত এবং বুঝতে হবে যে এটা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। এটাকে ইতিবাচকভাবে নিয়ে খেলতে যাওয়া উচিত। ছেলেদের ট্রফিটা জিততে বলুন। পুরো জাতি তোমাদের পাশে আছে। এটা আমাদের জন্য শুধু বড় এক জয়ই হবে না, বিসিসিআইকে কষে একটি চড় মারাও হবে।’
৪৬ বছর বয়সী আফ্রিদি খেলোয়াড়দের উদ্দেশে আরও বলেন, ‘ভারতে যাও, ভালো ক্রিকেট খেলো এবং ট্রফি জেত। এটাই সব, আমাদের জন্য এটাই বিকল্প। আমাদের সেখানে যেতে হবে, ফিরতে হবে ট্রফি নিয়ে। তাদের (বিসিসিআই) পরিষ্কারভাবে বুঝিয়ে দাও যে আমরা যেকোনো জায়গায় গিয়ে জিততে পারি।’