promotional_ad

'কেউ দায়িত্ব নিতে রাজি নন', আবারও কোয়াবের দায়িত্বে দুর্জয়-দেবব্রত

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভেঙে দেয়া হলো কোয়াবের কমিটি

২৩ মার্চ ২৫
লিসা স্টালেকারের সঙ্গে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণত সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে শনিবার। এই কাউন্সিলের মূল উদ্দেশ্য ছিল নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেয়া। নিজের বক্তব্যেও সভাপতির পদে না থাকার ইচ্ছের কথা জানিয়েছিলেন সভাপতি নাইমুর রহমান দুর্জয়।


যদিও সাবেক ও বর্তমান ক্রিকেটারদের কেউই কোয়াবের নেতৃত্ব দিতে আগ্রহ প্রকাশ করেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন দুর্জয় আর সাধারণ সম্পাদক হয়েছেন দেবব্রত পাল। ২০১৪ সাল থেকেই তারা কোয়াবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তারা।


promotional_ad

নির্বাচনের প্রার্থিতা আহবান করার পর কমিশনার ও বিসিবি পরিচালক মাহবুব আনামের কাছে কেউই নাম জমা দেননি। এরপর তিনি নিজের বক্তব্যে বলেন, 'আমার কাছে কেউ নাম দেননি, কেউই দায়িত্ব নিতে রাজী না। কেউ অধিনায়ক হতে চান না। এটা দুর্ভাগ্যজনক। যেহেতু কেউ নাম দেননি কাজেই সবাইকে মিলে কাউকে দায়িত্বটা দিতে হবে।'


এরপর বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও কোয়াবের এজিএমের সমন্বয়কের ভূমিকায় থাকা তানভির আহমেদ টিটুর প্রস্তাবে বর্তমান সভাপতি দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রতকে রেখে দেয়া হয়। সবাই হাত তুলে তার কথায় সায় দিলে তাদের হাতে আবারও দায়িত্ব তুলে দেয়া হয় কোয়াবের।


টিটু বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে থেকে যাওয়ার অনুরোধ জানিয়ে বলেছিলেন, 'যেহেতু কেউ প্রার্থী হতে চান না আমার প্রস্তাব হচ্ছে দুর্জয় ভাই ও দেবব্রতই দায়িত্ব পালন করে যান। দুর্জয় ভাই বলেছেন তার ইচ্ছা নেই কিন্তু আমরা সবাই তাকে চাই। তারা ভালো কাজ করছেন, তারাই আবার দায়িত্বে থাকুন। আপনারাদের এই সিদ্ধান্তে সায় থাকলে হাত তুলুন।'


কোয়াবের এজিএমে উপস্থিত ছিলেন না বাংলাদেশের বেশ কয়েকজন শীর্ষ ক্রিকেটার। সাকিব আল হাসান রয়েছেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। তবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তর মতো জাতীয় দলের তারকা ক্রিকেটাররা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball