promotional_ad

অ্যাশেজে তিন টেস্ট খেলতে পারলেই খুশি অ্যান্ডারসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাইটহুড পাচ্ছেন জেমস অ‍্যান্ডারসন

১২ এপ্রিল ২৫
ল্যাঙ্কাশায়ারের জার্সিতে জেমস অ্যান্ডারসন, ফাইল ফটো

আগামী মাসেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ খেলবে ইংল্যান্ড। চোট সারিয়ে উঠে সেখানে তিনটি ম্যাচ খেলতে পারলেই খুশি জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট নেয়া ডানহাতি এই পেসার জানান, পাঁচটি টেস্ট খেলতে চাওয়া খানিকটা অবাস্তবিক।


সমারসেটের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার সময় চোটে পড়েছিলেন অ্যান্ডারসন। ওল্ড ট্রাফোর্ডে ল্যাঙ্কাশায়ারের হয়ে মাঠে নেমেছিলেন ডানহাতি এই পেসার। সেদিন ১৪ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। এরপর চোটের কারণে আর মাঠে দেখা যায়নি তাকে।


promotional_ad

চোটে পড়লেও ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে অ্যান্ডারসনকে। যদিও আইরিশদের বিপক্ষে একাদশে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। চোটের কারণে পুরো অ্যাশেজ খেলার আশা অবশ্য করছেন না তিনি। বরং তিন বা চারটি ম্যাচ খেলতে পারলেই খুশি ডানহাতি এই পেসার।


আরো পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার

১৭ এপ্রিল ২৫
হ্যাম্পশায়ারের জার্সিতে কিথ বার্কার, ইসিবি

এ প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, ‘আমার মনে হয়, ৫টি ম্যাচ খেলার কথা বলাটা একটু বেশিই আশাবাদী মন্তব্য হয়ে যাবে। আমি মনে করি, তিনটি খেলতে পারলেই ভালো। শুধু আমার ক্ষেত্রে নয়, যে কোনো বোলারের জন্যই পাঁচটির মধ্যে তিনটির কথা বললে তা তুলনামূলক বাস্তবিক চিন্তা হবে। যদি চারটি হয়, তাহলে তো দারুণ।’


সেই সঙ্গে ম্যাচ বাই ম্যাচ ধরে আগাতে চান অ্যান্ডারসন। তিনি বলেন, ‘বিষয়টা হলো, আপনাকে ম্যাচ বাই ম্যাচ ধরে এগোতে হবে। আমরা যদি পাঁচ দিন মাঠে থেকে ২৫০ ওভার বোলিং করি, এরপর বিশ্রাম নিতে হবে। এছাড়া বৃষ্টি নামতে পারে, আমরা তাদের অল্পে গুটিয়ে দিতে পারি। আমরা কেউই জানি না (কী হতে যাচ্ছে)। তাই পরিস্থিতি অনুযায়ী ভাবতে হবে।’


এদিকে সবশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে ধরাশয়ী হয়ে এসেছে ইংল্যান্ড। ঘরের মাঠে নিশ্চিতভাবেই সেটার প্রতিশোধ নিতে চাইবে বেন স্টোকসের দল। প্রায় বছরখানেক ধরে প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক স্টোকসের অধীনে দারুণ ক্রিকেট খেলছে ইংল্যান্ড।


আক্রমণাত্বক ক্রিকেটে টেস্টের চেহারাই বদলে ফেলেছে তারা। অ্যান্ডারসন বিশ্বাস করেন, নিজেদের সেরাটা খেলতে পারলে কেউই তাদের সঙ্গে পেরে উঠতে পারবে না। ডানহাতি এই পেসার বলেন, ‘আপনি যদি আমাদের দলের দিকে লক্ষ্য করেন তাহলে আমরা যদি এই মানসিকতায় আমাদের সক্ষমতা অনুযায়ী খেলতে পারি তাহলে কেউই আমাদের সঙ্গে পেরে উঠতে পারবে না। আমার মনে হয় আমার জিততে পারবো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball