promotional_ad

জয়সাওয়ালকে এখনই জাতীয় দলে খেলাতে বলছেন গাভাস্কার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সুপার ওভারে জয়সাওয়ালকে না দেখে অবাক হয়েছেন অক্ষর-স্টার্ক

১৭ এপ্রিল ২৫
উইকেট নেয়ার পর স্টার্কের সঙ্গে দিল্লি ক্রিকেটারদের উদযাপন, আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন যশস্বী জয়সাওয়াল। ব্যাট হাতে ফাফ ডু প্লেসি, বিরাট কোহলিদের সঙ্গে পাল্লা দিয়ে রান করছেন বাঁহাতি এই ওপেনার। দারুণ ছন্দে থাকা জয়সাওয়ালকে এখনই ভারতের জাতীয় দলে দেখতে চান সুনীল গাভাস্কার।


কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ১৩ বলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন জয়সাওয়াল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পেয়েছিলেন সেঞ্চুরিও। দারুণ ব্যাটিং করা জয়সাওয়ালকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা।


promotional_ad

কোহলি, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটাররাও প্রশংসা করেছেন জয়সাওয়ালের ব্যাটিং পারফরম্যান্সে। এবারের আসরে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৪৮.০৭ গড়ে ৬২৫ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। যেখানে পাঁচটি হাফ সেঞ্চুরির সঙ্গে একটি সেঞ্চুরিও আছে তার।


আরো পড়ুন

আইপিএলের সীমানা বড় করার পরামর্শ গাভাস্কারের

১ এপ্রিল ২৫
সুনীল গাভাস্কার

জয়সাওয়ালের টেকনিকের প্রশংসা করে গাভাস্কার বলেন, ‘যদি একজন ব্যাটার টি-টোয়েন্টিতে ২০-২৫ বলে ৪০-৫০ রান করে, তবে সে দলের জন্য ভালো করেছেন। সে যদি একজন ওপেনার হয় তবে আপনি তাকে ১৫ ওভার খেলাতে চাইবেন।’


‘যদি সে এক পর্যায়ে সেঞ্চুরি করে তাহলে আপনার দলের রান সংখ্যা সহজেই ১৯০-২০০ ছাড়িয়ে যাবে। তাই এই মৌসুমে যশস্বী যেভাবে ব্যাটিং করেছে তাতে আমি খুবই খুশি। তিনি একজন টেকনিক্যাল ব্যাটসম্যানও।’


প্রথম শ্রেণির ক্রিকেটের ছন্দ আইপিএলেও ধরে রেখেছেন জয়সাওয়াল। গাভাস্কার মনে করেন, বাঁহাতি এই ব্যাটার জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত আছে এবং তাকে সুযোগ দেয়া উচিত। তিনি জানান, কোনো ক্রিকেটার ফর্মে থাকার সময় সুযোগ পেলে তার আত্মবিশ্বাস বাড়ে।


গাভাস্কার বলেন, ‘আমি মনে করি সে প্রস্তুত এবং তাকে সুযোগ দেওয়া উচিত। একজন খেলোয়াড় যখন ফর্মে থাকে এবং তারপর সুযোগ পায়, তখন তার আত্মবিশ্বাসও আকাশচুম্বী হয়ে থাকে। বিশেষ করে আন্তর্জাতিক অভিষেকে আপনার ফর্ম সময় মতো ভালো না হলে সন্দেহ বাড়ে। তাই ওই সময় ফর্মে থাকাটা জরুরি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball