promotional_ad

বিশ্বকাপে পাঁচ পেসার নাকি ছয় পেসার যাবে এখনও জানি না: ডোনাল্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দেবব্রত’র পাল্টা অভিযোগ, অডিও রেকর্ড প্রকাশের দাবি

১ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন দেবব্রত পাল, ক্রিকফ্রেঞ্জি

এক সময় উপমহাদেশের উইকেট ছিল স্পিনারদের স্বর্গরাজ্য। সেই ধারনা এখন অনেকটাই পালটে গেছে। এখন উপমহাদেশের উইকেটে রাজত্ব করছে পেসাররাও। অনেক সময় বিভিন্ন দলের একাদশে তিন পেসারও দেখা যায়। আগামী অক্টোবরে ভারতের মাটিতে বসছে বিশ্বকাপের আসর।


এই বিশ্ব আসরেও পেসারদের আধিক্য থাকবে সেটা বলাই যায়। বাংলাদেশকে সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছে। সাম্প্রতিক বেশ কয়েকটি সিরিজে এক ঝাঁক পেসার নিয়ে মাঠে নেমেছে। তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা বাংলাদেশ দলের নিয়মিত অংশ।


promotional_ad

ঘুরিয়ে ফিরিয়ে দলের সঙ্গে থেকেছেন আরও দুই পেসার খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজাও। তবে বিশ্বকাপের দলে কারা থাকছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বাংলাদেশের ইংরেজী দৈনিক 'ডেইলি স্টারকে' এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিশ্বকাপে পাঁচ পেসার নাকি ছয় পেসার থাকবে তা এখনও ঠিক করেননি তারা।


পেসারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখেও দারুণ আনন্দিত এই সাউথ আফ্রিকান কোচ। আগামী জুলাই হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ। এই টুর্নামেন্টেই বাংলাদেশের বিশ্বকাপ দল অনেকটা তৈরি হয়ে যাবে বলে আশাবাদী ডোনাল্ড। এই পেস বোলিং কোচ জানিয়েছেন সবাই যেভাবে এক হয়ে কাজ করছে তা প্রশংসার দাবিদার।


তিনি বলেন, 'পেসারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা দারুণ। নির্বাচকদের জন্য আসলেই কঠিন কাজ। এশিয়া কাপের সময়টায় আপনি বুঝে যাবেন কোন দিকে যাচ্ছে সব কিছু। বিশ্বকাপে পাঁচ পেসার নাকি ছয় পেসার নিয়ে যাব আমরা জানি না এখনো। এমনিতে কোর পেসার যদি বলেন হাসান আছে, তাসকিন, ইবাদত, মুস্তাফিজ, শরিফুলের কথা বলব। এর বাইরে (রেজাউর রহমান) রাজা আছে, খালেদ (আহমেদ) আছে।  তারাই আমাদের মূল বোলার। এছাড়া আমরা আরও অনেকের উন্নতির দিকে চোখ রাখছি। ইতিবাচক দিক হলো সবাই সবাইকে কমপ্লিমেন্ট করছে। এক হয়ে কাজ করছে।'


সবাই যেভাবে নিজেকে উজাড় করে দিচ্ছে তার প্রশংসা করেছেন ডোনাল্ড। তিনি বলেন, 'সবাই কতটা কঠোর পরিশ্রম করে এটা দেখা দুর্দান্ত। সবাই বিশ্বকাপের জন্য সবাই দরজায় কড়া নাড়বে এটাই আমরা চাই। এটাই ছয় মাস আগে আমরা বলেছি। এমন না যে সবাই সবার বিপক্ষে লড়ছে, আসলে একে অন্যের জন্য লড়ছে। এই গ্রুপের মধ্যে যেমন ঘনিষ্ঠতা হয়েছে এটা প্রশংসা করার মতন ব্যাপার।'


পেসারদের পারফরম্যান্স নিয়ে গর্বিত ডোনাল্ড আরও বলেছেন, 'বোলিংয়ের দিক থেকে আমি সত্যিই গর্বিত সবাই যেভাবে নতুন পথে ভাবছে। ছক্কা খেলেও ঘাবড়ে যাচ্ছে না। স্ট্রাইকরেটের দিক থেকে আমরা সব সংস্করণেই উন্নতি করেছি। বিশেষ করে সাদা বলে, যেভাবে হওয়া উচিত  (সেভাবে হচ্ছে)। আপনি যদি ব্যাটারকে তাড়া না করেন, ঝুঁকি না নেন তাহলে কোথায় যেতে পারবেন না। এটা হচ্ছে আক্রমণের বিপক্ষে আক্রমণ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball