প্লে-অফের আগে আইপিএল ছাড়ছেন স্টোকস
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড
১৪ মার্চ ২৫
সপ্তাহখানেক হলো চোট থেকে সেরে উঠেছেন বেন স্টোকস। তবে মঈন আলী, মাথিশা পাথিরানা, মাহেশ থিকশানা আর ডেভন কনওয়ের কারণে একাদশে জায়গা মিলছে না তার। এদিকে বেঞ্চে বসে না থেকে অ্যাশেজের জন্য প্রস্তুত হতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে অফের আগের দেশে ফিরবেন ইংল্যান্ডের অধিনায়ক।
পুরোনো হাঁটুর চোট নিয়ে ভুগছিলেন স্টোকস। তবে আইপিএলের আগে ব্যথানাশক ইনজেকশন নিয়ে ভারতে গিয়েছিলেন তারকা এই অলরাউন্ডার। নিলাম থেকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নেয়ায় স্টোকসের উপর চেন্নাই সুপার কিংসের প্রত্যাশা ছিল অনেক বেশি।

দুটি ম্যাচে সুযোগ পেলেও সেটা পূরণ করতে পারেননি আইপিএলের সবশেষ নিলামে চতুর্থ সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার। গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলা দুটি ম্যাচে করেছিলেন যথাক্রমে ৭ ও ৮ রান। লক্ষ্ণৌর বিপক্ষে বোলিং করা একমাত্র ওভারে দিয়েছিলেন ৮ রান।
রোহিত-সূর্যকুমারের ঝড়ের সামনে চেন্নাইয়ের আরো একটি হার
২০ এপ্রিল ২৫
পায়ের আঙুলে ব্যথা পাওয়ায় দুই ম্যাচ পরই ছিটকে যেতে হয় তাকে। স্টোকসকে চোট সারিয়ে তোলা যে চেন্নাইয়ের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল সেটা নিশ্চিত করেছেন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। যদিও আইপিএলের শেষভাগে এসে সেই চ্যালেঞ্জ উতরে গেছে মহেন্দ্র সিং ধোনির দল।
আগামী ১৬ জুন থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে মর্যাদার অ্যাশেজ সিরিজে। যেখানে চতুর্থ পেসার হিসেবে দেখা যাবে স্টোকসকে। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। আইরিশদের বিপক্ষে খেলিয়ে ইংল্যান্ডের অধিনায়ককে সাদা পোশাকের জন্য প্রস্তুত করার কথা ভাবছে ইসিবি।
যার ফলে প্লে অফের আগেই ভারত ছাড়বেন স্টোকস। এদিকে আগামী কয়েকদিনের মাঝেই ঘোষণা করা হবে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড। ইংলিশ কাউন্টি খেলতে গিয়ে চোটে পড়ায় আইরিশদের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা আছে পেসার জেমস অ্যান্ডারসনের।