অ্যাশেজের আগে অ্যান্ডারসনের চোট ভাবাচ্ছে ইংল্যান্ডকে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ বুমরাহ-মান্ধানা
২২ এপ্রিল ২৫
সামনেই অ্যাশেজ সিরিজ। আসন্ন এই সিরিজকে ঘিরে নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। যদিও ইংল্যান্ড দলে রয়েছে বেশ কিছু চোটের সমস্যা। এর মধ্যে ইংল্যান্ডকে বড় ধাক্কা দিয়েছে জেমস অ্যান্ডারসনের চোট।
সমারসেটের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে চোটে পড়েন অ্যান্ডারসন। বৃহস্পতিবার তিনি ওল্ড ট্রাফোর্ডে মাঠে নেমেছিলে ল্যাঙ্কাশায়ারের হয়ে। এদিন ১৪ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। যদিও এরপর আর তাকে মাঠে দেখা যায়নি।

ম্যাচ শেষে অ্যান্ডারসনের না থাকার কারণ জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক বিবৃতিতে তারা জানিয়েছে ডান হাতের কুঁচকিতে চোট পেয়েছেন অ্যান্ডারসন। তবে এ কারণে কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে তা নিশ্চিতভাবে কিছু জানায়নি ইসিবি।
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
অ্যাশেজের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। এরপর ১৬ জুন শুরু হবে অ্যাশেজ সিরিজ। ফলে ধরে নেয়াই যাচ্ছে অ্যাশেজের আগে কোনো ম্যাচ খেলে নিজের ফিটনেস ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন না এই ইংলিশ পেসার।
এর আগে ২০১৯ সালের অ্যাশেজে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পায়ের চোটে পড়েছিলেন অ্যান্ডারসন। এরপর পুরো সিরিজ থেকেই তাকে ছিটকে গিয়েছিলেন তিনি। ২০২০-২১ সালের অ্যাশেজে তিনটি ম্যাচে খেলেছিলেন এই পেসার।
ইংল্যান্ডের চিন্তার আরেক কারণ জোফরা আর্চার। ইংলিশ এই পেসার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝ পথে কুনুইয়ের চোটে ছিটকে গেছেন। অ্যাশেজের শুরুতে তাকেও পাবে না ইংল্যান্ড। পুনর্বাসন শেষ করে তিনি কবে ফিরবেন না নিয়েও রয়েছে ধোঁয়াশা।