promotional_ad

বয়স কম হলেও ডেথ ওভারে হাসান দারুণ পরিণত: তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হাসানের পাশাপাশি খালেদকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিচ্ছে বাংলাদেশ

১১ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলেই দেশে ফিরবেন খালেদ আহমেদ ও হাসান মাহমুদ, ফাইল ফটো

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে হাসান মাহমুদের অসাধারণ ডেথ বোলিংয়ে জিতেছে বাংলাদেশ। ম্যাচ শেষে তার করা শেষ ওভারের প্রশংসা করেন তামিম ইকবাল। বাংলাদেশের অধিনায়কের মতে, বয়স কম হলেও চাপের মধ্যে দারুণভাবে স্থির থাকতে পারেন হাসান। ২৩ বছর বয়সী এই পেসারের পরিণতবোধে মুগ্ধ তামিম।


শেষ দুই ওভারে ২৪ রান প্রয়োজন ছিল আইরিশদের। এই ম্যাচে অভিষিক্ত মৃত্যুঞ্জয় চৌধুরীর করা ৪৯তম ওভার থেকে ১৪ রান নেন মার্ক অ্যাডায়ার। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১০ রানের।


promotional_ad

সেই ওভারের প্রথম বলেই হাসানের বুদ্ধিদীপ্ত ‘ব্যাক অব দা হ্যান্ড’ স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হয়ে যান ১০ বলে ২০ রান করা অ্যাডায়ার। পরে আরেকটি স্লোয়ারে অ্যান্ডি ম্যাকব্রাইনকেও সাজঘরে ফেরান হাসান।


আরো পড়ুন

পুরো ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি: শান্ত

৪৯ মিনিট আগে
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

সেই ওভারে কেবল ৪ রান নিতে পারে আইরিশরা। ২৭৫ রানের লক্ষ্য ডিফেন্ড করতে গিয়ে ৪ রানে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। চাপের মধ্যেও দারুণ পরিণতবোধ দেখান হাসান।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'সে (হাসান) এখন যেভাবে বল করছে, তা বিশ্বমানের। বিশেষ করে নতুন বলে সে অসাধারণ। বয়স খুব কম হলেও ডেথ ওভারে সে দারুণ পরিণত। চাপের মধ্যে সে দারুণ ধীর স্থির থাকতে পারে।'


'তার জন্য এটি বড় শেখার মঞ্চ ছিল। অনুশীলনে কেউ হাজারটা বল করতে পারে। কিন্তু ম্যাচে এই ধরনের চাপের মধ্যে কাজটা করতে পারা দারুণ। এখান থেকে সে অনেক কিছু শিখবে।'


বাংলাদেশ জেতার ম্যাচে ৪৪ রান খরচায় দুই উইকেট নেন হাসান। এই সিরিজে আগের দুই ম্যাচে নিয়েছিলেন তিন উইকেট। আর ঘরের মাঠে এই আইরিশদের বিপক্ষেই সর্বশেষ ম্যাচে ৩২ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ১১ ওয়ানডের ক্যারিয়ারে ইতোমধ্যেই ১৮ উইকেট নিয়ে ফেলেছেন হাসান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball