স্বার্থের কথা ভেবে কখনোই কিছু করিনি: কোহলি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আসল সময়েই কোহলির বুদ্ধি খুলে যায়’

২০ জুলাই ২৫
ট্রফি হাতে বিরাট কোহলি ও রজত পাতিদার, ফাইল ফটো

লম্বা সময় ধরে ভারত এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব করলেও নেতা হিসেবে কখনোই শিরোপা জেতা হয়নি বিরাট কোহলির। এ নিয়ে দারুণ আফসোস আছে তার মাঝে। অধিনায়ক হিসেবে অনেক ভুল করেছেন, এটাও স্বীকার করেন তিনি। তবে নিজ স্বার্থের কথা ভেবে কখনোই কিছু করেননি বলে দাবি করছেন কোহলি।


শিরোপা না জিতলেও কোহলির অধীনে খারাপ করেনি ভারত। ৬৮ টেস্টের মধ্যে ৪০টিতেই জিতেছে দলটি। টেস্টে ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ জয়ই আদায় করেছেন কোহলি। এ ছাড়া ৯৫ ওয়ানডেতে ৬৫, আর ৫০ টি-টোয়েন্টিতে ৩০টি ম্যাচ জিতেছেন তিনি।


promotional_ad

আইপিএলে অধিনায়ক হিসেবেও শিরোপা নেই কোহলির। বেঙ্গালুরুকে একবারও এনে দিতে পারেননি আইপিএলের শিরোপা। তার অধীন একবারই ফাইনালে খেলেছে আরসিবি। ২০১৬ সালে এসে দলটি খেলে প্রথম প্লে-অফ।


আরো পড়ুন

পান্তকে নিয়ে শঙ্কার দিনে আড়াইশ পার ভারতের

২ ঘন্টা আগে
৩৭ রানে রিটায়ার্ড হার্ট হন ঋষভ পান্ত, ফাইল ফটো

ডিজনি‍+হটস্টারের ‘লেট দেয়ার বি স্পোর্ট’ অনুষ্ঠানে সম্প্রতি অংশ নিয়েছেন কোহলি। সেখানেই জানান শিরোপা না জেতা নিয়ে নিজের ভাবনার কথা। কোহলি বলেন, ‘আমি যখন অধিনায়ক ছিলাম, তখন অনেক ভুল করেছি। এ কথা মেনে নিতে আমার কোনো লজ্জা নেই। তবে একটা কথা নিশ্চিত করে বলে রাখি, নিজের স্বার্থের কথা চিন্তা করে কখনোই কিছু করিনি। আমার একমাত্র লক্ষ্য ছিল দলকে এগিয়ে নেওয়া। ব্যর্থতা আসবেই। কিন্তু আমার ইন্টেন্ট কখনো ভুল জায়গায় ছিল না।’


যদিও নিজেকে ট্রফি দিয়ে বিচার করেন না কোহলি, ‘২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছি, ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনাল ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছি। এরপরও লোকে আমাকে ব্যর্থ অধিনায়ক বলে। দেখুন, আমি কখনোই নিজেকে ট্রফি দিয়ে বিচার করি না।’


২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেন কোহলি। এর কিছুদিন পরই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তাকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়। পরে ২০২২ সালের জানুয়ারিতে টেস্টের অধিনায়কত্বও ছাড়েন কোহলি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball