promotional_ad

মানকাডের হাফ সেঞ্চুরি আর পুরান ঝড়ে জিতল লক্ষ্ণৌ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মার্করাম-পুরানের হাফ সেঞ্চুরির পর লক্ষ্ণৌকে জেতালেন বাদনি

১২ এপ্রিল ২৫
হাফ সেঞ্চুরির পথে এইডেন মার্করাম ও নিকোলাস পুরান

হেনরিখ ক্লাসেন ও আব্দুল সামাদের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কাইল মেয়ার্স এবং কুইন্টন ডি কককে ফিরিয়ে শুরুটাও বেশ ভালো করেছিল স্বাগতিকরা। তবে প্রেরাক মানকাডের হাফ সেঞ্চুরি আর নিকোলাস পুরানের ঝড়ের সামনে টিকতে পারেনি হায়দরাবাদের বোলাররা। মাত্র ১৩ বলে ৪৪ রানের ইনিংস খেলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে জিতিয়ে মাঠ ছাড়েন পুরান। হাফ সেঞ্চুরি করা মানকাড অপরাজিত ছিলেন ৪৫ বলে ৬৪ রানে।


জয়ের জন্য ১৮৩ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগছিলেন কাইল মেয়ার্স। ভুবনেশ্বর কুমার ও ফজলহক ফারুকিদের খেলতে গিয়ে দিশা খুঁজে পাচ্ছিলেন না ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। শেষ পর্যন্ত গ্লেন ফিলিপসকে উইকেট দিয়ে সাজঘরে ফেরেন মেয়ার্স। ডানহাতি এই স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে মিড অফের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। তবে এইডেন মার্করামকে পার করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার।


promotional_ad

মার্করাম ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ লুফে নিলে ১৪ বলে মাত্র ২ রান করে ফিরে যেতে হয় মেয়ার্সকে। এরপর অবশ্য মানকাডকে সঙ্গে নিয়ে লক্ষ্ণৌকে টানতে থাকেন ডি কক। যদিও তাকে জ্বলে উঠার আগেই ফেরান মায়াঙ্ক মারকান্দে। ডানহাতি এই লেগ স্পিনারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে অভিষেক শর্মাকে ক্যাচ দেন। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা ডি কক এদিন আউট হয়েছেন ২৯ রানে।


চারে নেমে খানিকটা ধীরগতিতে ব্যাটিং করতে থাকেন মার্কোস স্টইনিস। তবে দারুণ ব্যাটিংয়ে ৩৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মানকাড। ভুবনেশ্বরের শর্ট অব লেংথ ডেলিভারিতে লং অন দিয়ে ছক্কা মেরে হাত খুলে খেলা শুরু করেন স্টইনিস। পরের ওভারে অভিষেককে মেরেছেন টানা দুই ছক্কা। তৃতীয় বলে আবারও ছক্কা মারতে গিয়ে সামাদকে ক্যাচ দেন স্টইনিস। ফেরেন ২৫ বলে ৪০ রানের ইনিংস খেলে।


এর পরের গল্পটা কেবলই পুরানের। স্টইনিস আউট হওয়ার ওভারের বাকি তিন বলে তিন ছক্কা মারেন ক্যারিবিয়ান এই ব্যাটার। শেষ পর্যন্ত তাণ্ডব চালিয়ে চার বল বাকি থাকতেই লক্ষ্ণৌর জয় নিশ্চিত করেন তিনি। তাতে আবারও সেরা চারে ফিরল লক্ষ্ণৌ। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ফিলিপস, অভিষেক ও মারকান্দে।


এর আগে টস জিতে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে হায়দরাবাদ। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেছেন ক্লাসেন। এ ছাড়া সামাদ ৩৭, আনমলপ্রিত সিং ৩৬ ও মার্করাম ২৮ রান করেছেন। লক্ষ্ণৌর হয়ে ক্রুনাল পান্ডিয়া দুটি উইকেট নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball