promotional_ad

রশিদের অলরাউন্ড নৈপুণ্যেও জেতা হলো না গুজরাটের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়

২২ এপ্রিল ২৫
বল হাতে ৪ উইকেট নিয়েছেন মুকেশ কুমার, বিসিসিআই

ক্রিস গ্রিনের বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে ছক্কা মেরে দারুণ এক ছক্কা মেরে আইপিএল ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন রশিদ খান। তাও মাত্র ২১ বলে। শেষ পর্যন্ত রশিদ অপরাজিত থাকেন ৩২ বলে ৭৯ রানের ইনিংস খেলে। এর আগে বল হাতেও চমক দেখিয়েছেন রশিদ। ৪ ওভারে মাত্র ৩০ রান খরচায় নিয়েছিলেন ৪ উইকেট।


অবশ্য রশিদের অলরাউন্ড নৈপুণ্যেও জয় পায়নি গুজরাট টাইটান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের দেয়া ২১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে গুজরাটের ইনিংস থেমেছে ১৯১ রানে। ফলে ২৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গুজরাটকে। বড় লক্ষ্যে খেলতে নেমে গুজরাটকে ভালো শুরু এনে দিতে পারেননি ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল।


promotional_ad

দলীয় ১২ রানের মধ্যেই এই দুই ওপেনার সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। এরপর বিজয় শঙ্করের ১৪ বলে ২৯ ও ডেভিড মিলারের ২৬ বলে ৪১ রানে ঘুরে দাঁড়ায় গুজরাট। অবশ্য এই দুই সেট ব্যাটার ফিরে গেলে আবারও বিপদে পড়ে গুজরাট।


আরো পড়ুন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে গিল-থিকশানা, পেছালেন বাবর-রশিদ

১৯ ফেব্রুয়ারি ২৫
শুভমান গিল ও মাহিশ থিকশানা

অভিনব মনোহর ৩ বলে ২ ও রাহুল তেওয়াতিয়া ১৩ বলে ১৪ রান করে ফিরলে জয়ের পথ থেকে ছিটকে যায় গুজরাট। অবশ্য রশিদ শেষ পর্যন্ত চেষ্টা করেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত ১২ বলে ৭ রান করে অপরাজিত ছিলেন আলজারি জোসেফ।


মুম্বাইয়ের হয়ে আকাশ মাদওয়াল ৩১ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন পিযুশ চাওলা ও কুমার কার্তিকেয়া। একটি উইকেট গেছে জেসন বেহরেন্ড্রফের ঝুলিতে। এর আগে সূর্যকুমার যাদবের ঝড়ো সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় মুম্বাই।


তিন নম্বরে নেমে সূর্যকুমার ৪৯ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এ ছাড়া ওপেনার ইশান কিশান ২০ বলে ৩১, আরেক ওপেনার রোহিত শর্মা করেন ১৮ বলে ২৯ রান। শেষদিকে বিষ্ণু বিনোদের ব্যাট থেকে আসে ২০ বলে ৩০ রান। রশিদের চার উইকেট ছাড়াও একটি উইকেট পান মোহিত শর্মা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball