নিয়ম ভেঙে জরিমানার কবলে বাটলার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রিয় বন্ধু বাটলারের জন্য আইপিএলের নিয়ম বদলে ফেলতেন স্যামসন
১২ মার্চ ২৫
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে রাজস্থান রয়্যালস। যদিও এই ম্যাচে রানের খাতাই খোলা হয়নি জস বাটলারের। ম্যাচ শেষে জরিমানাও করা হয়েছে রাজস্থানের এই ইংলিশ উইকেটরক্ষককে।
আইপিএলের কোড অব কন্ডাক্টের লেভেল ১ এর ২.২ অনুচ্ছেদ অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়েছে বাটলারকে। আর তাই ম্যাচ ফি'র দশভাগ জরিমানা করা হয়েছে তাকে।

এক বিবৃতিতে সংশ্লিষ্টরা বলেছে, 'রাজস্থান রয়্যালসের জস বাটলারকে ম্যাচ ফি'র দশভাগ জরিমানা করা হয়েছে। আইপিএলের ৫৬তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের ম্যাচে তিনি আইপিএলের নীতি ভঙ্গ করেছেন।'
লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়
২২ এপ্রিল ২৫
ম্যাচ শেষে রেফারির কাছে বাটলার অবশ্য অপরাধ স্বীকার করে নিয়েছেন। আর তাই শুনানির কোনো প্রয়োজন পড়েনি। এই আসরে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলেছেন বাটলার। ৩২.৬৬ গড় এবং ১৪২.০২ স্ট্রাইক রেটে ৩৯২ রান করেছেন তিনি।
গতকালের ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান তোলে কলকাতা নাইট রাইডার্স। ভেঙ্কটেস আইয়ারের ৫৭ রানের দারুণ ইনিংসে এই সংগ্রহ দাঁড় করাতে পেরেছে তারা।
জবাবে ইয়াশভি জায়সাওয়ালের ৪৭ বলে ৯৮ এবং সাঞ্জু স্যামসনের ২৯ বলে ৪৮ রানের অপরাজিত দুটি ইনিংসে ১৩.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান।