promotional_ad

‘ভারতীয়রা কি এলিয়েন?’ জানতে চান জুনায়েদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ নিয়ে অবস্থান স্পষ্ট করতে ভারতকে এসিসির চিঠি

১২ ঘন্টা আগে
বাবর আজম ও রোহিত শর্মা, আইসিসি

এশিয়া কাপ দিয়ে পাকিস্তান সফর করার সুযোগ ছিল ভারতের। তবে নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেখান থেকে সরে এসেছে তারা। ভারত পাকিস্তানে যেতে অনীহা দেখানোয় জটিলতা তৈরি হয়েছে এশিয়া কাপ আয়োজন নিয়ে। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে রীতিমতো চটেছেন জুনায়েদ খান।


রাজনৈতিক বৈরিতার কারণে লম্বা সময় ধরেই ভারত-পাকিস্তানের মাঝে দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না। সময় যত বেড়েছে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ততই নিম্নমূখী হয়েছে। যার প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেটেও। সর্বশেষ ২০১৩ সালে ভারত সফর করেছিল পাকিস্তান।


promotional_ad

এর মাঝে প্রায় এক দশ কেটে গেলেও এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ দেখা যায়নি। আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে দেখা যায় তাদের লড়াই। যদিও বেশিরভাগই নিরপেক্ষ ভেন্যু। এবারই প্রথম পাকিস্তানের মাটিতে ভারতের খেলার সুযোগ ছিল। তবে আপাতত সেটা হচ্ছে না।


তাতে করে নিজেদের মাটিতে বিরাট কোহলি-রোহিত শর্মাদের খেলা দেখার আক্ষেপ সহসায় শেষ হচ্ছে না পাকিস্তানের সমর্থকদের। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকার অনায়াসে পাকিস্তান সফর করলেও ভারত কেন অনীহা দেখাচ্ছে সেটার কারণ খুঁজে পাচ্ছেন না জুনায়েদ।


বাঁহাতি এই পেসার বলেন, ‘পাকিস্তানের পরিস্থিতি এখন ভালো। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো যেখানে সফরে আসছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না, সেখানে ভারতের কী সমস্যা? এর কারণ কী? তারা ভিন্ন দুনিয়ার প্রাণী? যাদের নিরাপত্তা সমস্যা আছে?’


ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে তাহলে বিশ্বকাপ খেলতে ভারত যাবে না পাকিস্তান। কয়েক মাস আগে এমন খবরে শোরগোল ছিল ক্রীড়াঙ্গন। যদিও সেটার সম্ভাবনা বেশ ক্ষীণ। তবে এসব বিষয়ে আইসিসিকে নজরদারি করতে বলছেন পাকিস্তানের এই পেসার।


জুনায়েদ বলেন, ‘এই বিষয়ে আইসিসির নজর দেওয়া উচিত। পাকিস্তানকে ছাড়া ক্রিকেট অসম্ভব৷ পাকিস্তান কোনো ছোট দল নয়। কিছু দিন আগেও তারা এক নম্বর দল ছিল৷ এখনও তারা সেরা তিনের মধ্যে আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball