promotional_ad

‘জাতীয় দলে ডাক পাওয়া থেকে দূরে নয় রিংকু’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘টুর্নামেন্ট জিততে চাইলে বুমরাহকে ছাড়া খেলতে জানতে হবে’

১৫ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না বুমরাহর, ফাইল ছবি

ম্যাচের শেষ দিকে স্নায়ু ঠিক করে ফিনিশার হিসেবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেকে নতুনভাবে চিনিয়েছেন রিংকু সিং। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দারুণ ছন্দে রয়েছেন বাঁহাতি এই ব্যাটার। তাতে করে দ্রুতই তাকে ভারত জাতীয় দলে দেখছেন হরভজন সিং। ভারতের সাবেক এই স্পিনার মনে করেন, জাতীয় দলে ডাক পাওয়া থেকে খুব বেশি দূরে নেই রিংকু।


আলীগড়ের এক নিম্নমধ্যবিত্ত কৃষক পরিবার থেকে উঠে এসেছেন রিংকু। যার বাবা গ্যাসের সিলিন্ডার সরবরাহ করে তাদের সংসার চালাতেন। কষ্টে দিন পার করতে হলেও ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে নেননি রিংকু। বরং জীবন আর পারিপার্শ্বিকতার সঙ্গে লড়াই করে টিকে রয়েছেন বাঁহাতি এই ব্যাটার। বেশ কয়েকটি মৌসুম কলকাতার ডাগ আউটে ছিলেন তিনি।


promotional_ad

যদিও সেভাবে ম্যাচ খেলার সুযোগ মেলেনি রিংকুর। বরং বারবার নিলাম থেকে কেন রিংকুকে কেনা হয় সেটা নিয়ে সমালোচনা হতো। সবশেষ মৌসুমের শেষ দিকে সুযোগ পেয়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি। যার ফলে এবারের আসরে একাদশে জায়গা পেতে খুব বেশি বেগ পেতে হয়নি। সুযোগ পেয়ে নিজের জাতও চিনিয়েছেন রিংকু।


গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ৫ বলে কলকাতার প্রয়োজন ছিল ২৮ রান। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে যশ দয়ালের বলে টানা ৫ ছক্কা মেরে কলকাতাকে জেতান বাঁহাতি এই ব্যাটার। স্বীকৃত ক্রিকেটে রান তাড়ায় প্রথম ব্যাটার হিসেবে এমন কীর্তি গড়েন। এদিকে পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ বলে যখন ১ রান প্রয়োজন তখন চার মেরে দলের জয় নিশ্চিত করেন তরুণ এই ব্যাটার।


সব মিলিয়ে আইপিএলের এবারের মৌসুমটা বেশ ভালো কাটছে রিংকুর। এখন পর্যন্ত ১১ ম্যাচে ৫৬.১৭ গড় ও ১৫১.১২ স্ট্রাইক রেটে করেছেন ৩৩৭ রান। এমন ছন্দে থাকা এবং শেষ মুহূর্তে চাপের মুখে দাঁড়িয়ে রান তোলা এই ব্যাটারকে তাই জাতীয় দলে দেখছেন হরভজন।


স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে সাবেক এই স্পিনার বলেন, ‘ভারতের ক্যাপ পাওয়া থেকে রিংকুর মাথা খুব বেশি দূরে নয়। সে সবার জন্য অনুপ্রেরণামুলক একজন ক্রিকেটার। সে কঠিন পথ অতিক্রম করেছে এবং এখন সে যে জায়গায় আছে সেটার জন্য অনেক পরিশ্রম করেছে। নিজের উপর বিশ্বাস রাখার জন্য কৃতিত্বটা তারই। তার গল্পটা জীবনের জন্য শিক্ষা এবং তরুণদের উচিত তার কাছ থেকে শেখা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball