promotional_ad

দুই ভাগে বাংলাদেশে সিরিজ খেলবে আফগানিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশে এমন গতিময় উইকেট আগে দেখেননি জিম্বাবুয়ের কোচ

৯ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে চার্ল ল্যাঙ্গাভেল্ট

জুনে বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে আাফগানিস্তান। সফরে একটি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। তবে দুই ভাগে সিরিজটি খেলবে আাফগানিস্তান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন।


সব ঠিক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান। একটি টেস্ট খেলে রশিদ খান-রহমানউল্লাহ গুরবাজরা উড়াল দেবেন ভারতে। সেখানে বিরাট কোহলি-রোহিত শর্মাদের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলবে তারা। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হতে পারে ১৭ জুন থেকে।


promotional_ad

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলতে আবারও বাংলাদেশে ফিরবে আফগানিস্তান। সীমিত ওভারের সিরিজটি হবে ঈদ উল আজহার পর। সূচী অনুযায়ী জুলাই মাসে সিরিজের বাকি অংশ খেলবে আফগানরা।


জালাল ইউনুস বলেন, 'আফগানিস্তানের বিপক্ষে আমাদের দুটি টেস্ট হওয়ার কথা ছিল। আমরা একটা টেস্ট কমিয়ে এনেছি। এখন একটা টেস্ট, তিনটা ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলব। এটাই সূচি। যেহেতু আগের সূচিতে পরিবর্তন হয়েছে, এটা নিয়ে আফগানিস্তান বোর্ডের সঙ্গে কথাবার্তা চলছে। আমার মনে হয় আজ-কালের মধ্যে ভেন্যু ফাইনাল হয়ে যাবে, কোথায় খেলা হবে। এটা আগে থেকেই পরিকল্পনা ছিল। যেহেতু মাঝে কোরবানির ঈদ আছে।’


‘তারা চেয়েছে এখানে একটা ফরম্যাট খেলে ভারত চলে যাবে। সেখানে ভারতের সঙ্গে একটা সিরিজ আছে। সেটা খেলার জন্য তারা চলে যাবে। এখানে একটা টেস্ট ম্যাচ হবে। এরপর ঈদের সময় ওরা ভারতে সিরিজ খেলতে যাবে। সিরিজ খেলে এসে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে। এটা আগে থেকেই পরিকল্পনা ছিল। তাঁরা ভারত সিরিজ নিয়ে খুব রোমাঞ্চিত। সিরিজটি নিশ্চিত হয়ে যাওয়ার পর ওরা আমাদের এই সূচিতে খেলার অনুরোধ করেছে।’


আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের সূচী এখনও চূড়ান্ত হয়নি। তবে সূত্রের খবর, ১৪জুন থেকে শুরু হতে পারে একমাত্র টেস্টটি। এরপর জুলাইয়ের প্রথম সপ্তাহে হবে সিরিজের বাকি অংশ। এদিকে আফগান বোর্ডের অনুরোধেই এমন সূচী করা হচ্ছে বলে জানান জালাল ইউনুস।


তিনি বলেন, ‘নিশ্চিত করে ব্রেকটা বলতে পারছি না। তবে খুব একটা বড় না। আমরা মেনে নিয়েছি। কারণ আমাদের এখানেও ছুটি। কোরবানির ঈদের মধ্যে প্লেয়াররা ছুটিতে থাকবে। তাই এতে আমাদের কোনো আপত্তি ছিল না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball