চার বছরেও বাবর অধিনায়কত্ব শেখেনি: আকমল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘১২ জন’ ব্যাটিং করেও হোয়াইটওয়াশ এড়াতে পারল না পাকিস্তান
৫ এপ্রিল ২৫
বেশ কিছু দিন বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেক সাবেক ক্রিকেটারই বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার পরামর্শ দিয়েছেন। বাবরের অধিনায়কত্ব নিয়ে কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক কামরান আকমল। চার বছর হয়ে গেলেও বাবর এখনও অধিনায়কত্ব করতে পারেন না বলে মন্তব্য করেছেন তিনি।
এমনকি কখন কোন বোলারকে কাজে লাগাতে হবে সেটাও নাকি জানেন না বাবর। নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হারের পর বাবরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আকমল। এই হারের দায় বাবরকেই দিয়েছেন তিনি।

আকমল বলেন, 'তাদের ভুলের কথা বললে, তারা আমাদের সমালোচনা করে এবং দোষারোপ করে। কিন্তু আমাদের মনোযোগ তাদের অধিনায়কত্বের দিকে, তাদের পারফরম্যান্সের দিকে নয়। আমরা তাদের সক্ষমতার প্রতি অন্ধ নই। চার বছর পরও সে (বাবর আজম) জানে না কীভাবে অধিনায়কত্ব করতে হয়।'
বাবরের বোলিং পরিবর্তনের ক্ষমতার সমালোচনা করে তিনি বলেন, 'এমনকি সে এটাও জানে না কখন কোন বোলারকে বল দিতে হবে। এতে ???বাক হওয়ার কিছু নেই যখন একই ভুল বারবার করতে থাকে এবং দল হেরে যায়। আমরা আমাদের ভুলগুলো নিয়ন্ত্রণ করতে পারিনি এবং এ কারণেই হারতে হয়েছে।'
এই ম্যাচে ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করানোর পর প্রথম ১০ ওভারে ৭৩ রানের মধ্যে নিউজিল্যান্ডের ৪ উইকেট তুলে নিয়েছিল পাকিস্তানি বোলাররা। যদিও এরপরই পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন মার্ক চ্যাপম্যান ও জিমি নিশাম।
এই দুই বাঁহাতি যখন ব্যাটিংয়ে তখন লেগ স্পিনার শাদাব খানকে দিয়ে টানা বোলিং করিয়েছেন বাবর। এ কারণে ক্ষেপেছেন আকমল। এ সময় ইফতিখার আহমেদকে বোলিংয়ে আনা যেত বলেও মনে করেন আকমল। অথবা অন্য শাদাবের জায়গায় অন্য কোনো অলরাউন্ডারকে ম্যাচ খেলানো যেত।
যদি দুজন বাঁহাতি ব্যাটার ক্রিজে থাকে তাহলে যৌক্তিক ছিল ইফতিখার আহমেদকে বল দেয়া। কিন্তু এর বদলে আমরা দেখেছি লেগ স্পিনার শাদাব খানকে বোলিং করতে দেয়া হয়েছে এবং ক্রমাগত নিউজিল্যান্ড ব্যাটাররা চড়াও হয়েছে। তাকে বিশ্রাম দিয়ে অন্য আরেকজন অলরাউন্ডারকে দলে সুযোগ দিলে বুদ্ধিমানের মতো কাজ হতো।'